For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেড়েই চলেছে কুমারস্বামীর সমস্যা! পৃথক রাজ্যের দাবিতে বনধ ডাকা হল উত্তর কর্ণাটকে

উত্তর কর্ণাটক রাজ্য আন্দোলন কমিটি উত্তর কর্ণাটকের ১৩টি জেলার ২ আগস্ট তারিখে বনধ ডেকেছে। তারা পৃথক উত্তর কর্ণাটক রাজ্যের দাবি করছে।

Google Oneindia Bengali News

কর্ণাটক রাজ্যের উত্তর অংশের বিজেপি নেতাদের অভিযোগ কর্ণাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকার উত্তর কর্ণাটককে অবহেলা করছে। তাই তারা পৃথক উত্তর কর্ণাটক রাজ্য চাইছেন। এই দাবিতে আগামী ২ আগস্ট উত্তর কর্ণাটকের ১৩ টি জেলায় বনধ ডেকেছে পৃথক উত্তর কর্ণাটক রাজ্য আন্দোলন কমিটি।

বনধ ডাকা হল উত্তর কর্ণাটকে

কমিটির প্রেসিডেন্ট সোমশেখর কোটাম্বারি দাবি করেছেন মহদায়ী নদীর জল বিতর্কের অবসান ঘটাতে কিছুই করছেন না সরকার। তাই বেলাগাভির মঠপ্রধানদের ডাকা বনধকে তাঁরা সমর্থন করছেন। একই সঙ্গে তিনি হুমকি দিয়েছেন, উত্তর কর্ণাটকের রাজনৈতিক নেতারা যদি তাঁদের সমর্থন না করেন, তবে নির্বাচিত প্রতিনিধিদের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হবে।

তবে বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের সমর্থন করছে। সমর্থন আছে উত্তর কর্ণাটকের বিজেপি নেতাদেরও এমনকী কিছু কিছু বিজেপি নেতাও পৃথক রাজ্য় গঠনের দাবি তুলেছেন।

এতে বলাই বাহুল্য সমস্যা বেড়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর। উত্তর কর্ণাটককে অবহেলা করা হচ্ছে এই দাবি তিনি মানতে নারাজ। এই দাবিকে তিনি ভিত্তিহীন বলেছেন। তাঁর দাবি বেঙ্গালুরু থেকে যে রাজস্ব সংগ্রহ হয় তার ৬৫ শতাংশই দেওয়া হয় উত্তর কর্ণাটকের জেলাগুলির উন্নয়নে। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যদি উত্তর কর্ণাটক পৃথক রাজ্য হয়, তাহলে আপার কৃষ্ণা প্রোজেক্টের মতো প্রকল্প রূপায়নের মতো রাজস্ব সংগ্রহ করতে পারবে সেই রাজ্য?

অদ্ভুতভাবে এই ইস্যুতে তিনি পাশে পেয়েছেন বিরোধী নেতা বিএস ইয়েদুরাপ্পাকে। ইয়েদুরাপ্পার মতেও এই দাবিতে কোনও সমস্যার সমাধান হতে পারে না।

English summary
Separate North Karnataka state agitation committee called for a bandh on 2nd August in 13 districts of north Karnataka. They are demanding a separate state for north Karnataka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X