For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্তিশগড়ে একটি কেন্দ্রে ভোটার মাত্র ৪জন! কী ব্যবস্থা কমিশনের জানলে চমকে যাবেন

ছত্তিশগড়ে কোনও ভোটার যেন ভোটদানের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন।

  • |
Google Oneindia Bengali News

ছত্তিশগড়ে কোনও ভোটার যেন ভোটদানের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। ফলে কোনও ভোটকেন্দ্রে খুব কং সংখ্যক ভোটার থাকলেও তাঁরা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন তা তাঁদের দায়িত্ব বলে কমিশন মনে করছে।

ছত্তিশগড়ে একটি কেন্দ্রে ভোটার মাত্র ৪জন! কী ব্যবস্থা কমিশনের জানলে চমকে যাবেন

ভরতপুর-সোনহাট বিধানসভা কেন্দ্রে শেরানদন্দ গ্রামের ১৪৩ নম্বর পোলিং বুথে মাত্র ৪জন ভোটার রয়েছেন। তার মধ্যে ৩জন একই পরিবারের সদস্য। তবে তাঁরাও যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করবে প্রশাসন।

জেলা নির্বাচনী অফিসার এনকে দুগ্গা জানিয়েছেন, প্রথা মেনে আগের দিন ভোটকর্মীরা বুথ কেন্দ্রে পৌঁছে যাবেন। এরপরে নির্দিষ্ট দিনে ভোট হবে।

[আরও পড়ুন:দিলীপ গড়ে মহা সাফল্য গেরুয়া শিবিরের, তৃণমূল ছেড়ে বিজেপিতে হাজারের বেশি নেতা-কর্মী][আরও পড়ুন:দিলীপ গড়ে মহা সাফল্য গেরুয়া শিবিরের, তৃণমূল ছেড়ে বিজেপিতে হাজারের বেশি নেতা-কর্মী]

এই গ্রামটি জঙ্গল এলাকায় অবস্থিত। নির্বাচন কমিশনের প্রতিনিধি দলকে এখানে পৌঁছতে অতিরিক্ত বেগ পেতে হবে। পাহাড়, জঙ্গল ও একটি নদী পেরিয়ে এই গ্রামে পৌঁছতে হবে। বড় রাস্তা থেকেও গ্রামটি ১৫ কিমি দূরে অবস্থিত।

[আরও পড়ুন: বিধানসভা থেকে লোকসভার প্রচার! মধ্যপ্রদেশে ৪০জন তারকা প্রার্থী বেছে নিল বিজেপি ][আরও পড়ুন: বিধানসভা থেকে লোকসভার প্রচার! মধ্যপ্রদেশে ৪০জন তারকা প্রার্থী বেছে নিল বিজেপি ]

ছত্তিশগড়ে ১২ ও ২০ নভেম্বর দুই দফায় ভোট হবে। ১১ ডিসেম্বর বাকী চার রাজ্যের সঙ্গে এই রাজ্যের ভোটের ফলাফলও প্রকাশিত হবে।

[আরও পড়ুন:'অযোধ্যায় রাম মূর্তি হচ্ছেই', খোলাখুলি ঘোষণা যোগী আদিত্যনাথের ][আরও পড়ুন:'অযোধ্যায় রাম মূর্তি হচ্ছেই', খোলাখুলি ঘোষণা যোগী আদিত্যনাথের ]

English summary
In Chhattisgarh village with only 4 voters, EC to set up polling booth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X