For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েও গ্রেফতার ছাত্র!

  • |
Google Oneindia Bengali News

পাটনা, ৩ অগাস্ট : উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েও গ্রেফতার হতে হল বিহারের এক ছাত্রকে। তার নাম রাহুল কুমার। বিহারে উচ্চমাধ্যমিক কেলেঙ্কারি নিয়ে গত কয়েকমাস ধরে যে তদন্ত চলছে, তারই প্রেক্ষিতে এদিন রাহুলকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। [বিহারে পরীক্ষায় ফার্স্ট হতে গেলে দিতে হয় ২০ লক্ষ টাকা ঘুষ]

সম্প্রতি বিহার বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরনোর পরে জানা যায়, শীর্ষ স্থানাধিকারী ছাত্রছাত্রীরা ঘুষ দিয়ে সেই স্থান দখল করেছে। রাষ্ট্রবিজ্ঞানে প্রথম হওয়া ছাত্রী রুবি রাই সংবাদমাধ্যমের সামনে নিজের বিষয় নিয়ে মুখ খোলার পরই বিষয়টি সামনে আসে। পলিটিক্যাল সায়েন্সে সে রান্নাবান্না শিখেছে বলে জানিয়েছিল। [বিহারে সাদা খাতা জমা দিয়েও পরীক্ষায় পাশ!]

বিহারে উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েও গ্রেফতার ছাত্র!

এরপরই পরীক্ষার ব্যবস্থা করা হয় রুবি রাই সহ বিষ্ণু রাই কলেজের বাকী ছাত্রছাত্রীদের। কয়েকজন অকৃতকার্য হয়। এরপরে রুবিকে গ্রেফতার করে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ। সেই পরীক্ষায় ফেল করেছিল রাহুলও। [বিহারে নিষিদ্ধ মদ : নেশার অভাবে অসুস্থ ৭৫০]

প্রসঙ্গত, এই পরীক্ষা কেলেঙ্কারির পরে এখনও পর্যন্ত মোট ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গতবছর বিহারের স্কুলে পরীক্ষা চলাকালীন দেওয়ালে উঠে পরীক্ষাকেন্দ্রের মধ্যে টুকলির কাগজ সরবরাহ করার ঘটনাও সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল। [১৫ ফুট সমাধির নিচ থেকে ১৫ দিন পরে জ্যান্ত ফিরলেন সাধুবাবা]

English summary
In Bihar Topper Scam, Schoolboy Who Aced Science Arrested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X