For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিহারে কুকুর, ঘোড়া, লাঠির নামে জমি রেজিস্টার্ড হত', ফের বোমা ফাটালেন সত্যপাল মালিক

ফের খবর গোয়ার রাজ্যপাল সত্যপাল মালিক। এবার তিনি মুখ খুলেছেন বিহার প্রসঙ্গ নিয়ে। গোয়ায় এক অনুষ্ঠানে তিনি বিহারের জমি রেজিস্ট্রেশন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সেখানে একটা সময় কুকুর, লাঠি এমনকি ঘোড়া

  • |
Google Oneindia Bengali News

ফের খবরের শিরোনামে বর্তমানে গোয়ার রাজ্যপাল সত্যপাল মালিক। এবার তিনি মুখ খুলেছেন বিহার প্রসঙ্গ নিয়ে। গোয়ায় এক অনুষ্ঠানে তিনি বিহারের জমি রেজিস্ট্রেশন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সেখানে একটা সময় কুকুর, লাঠি এমনকি ঘোড়ার নামেও জমি রেজিস্টার করা হত। প্রসঙ্গত, সেই সময় বিহারের রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক।

বিহার নিয়ে 'সত্য'-বচন!

বিহার নিয়ে 'সত্য'-বচন!

সত্যপাল চৌধুরী এক অনুষ্ঠানে জানান, ' জমিদারি অ্যাবোলিশন অ্যাক্ট' সবচেয়ে ভালো লাগু হয়েছে উত্তরপ্রদেশ। এরপর তিনি বলেন, ' আমি বিহারের রাজ্যপাল ছিলাম একটা সময়। বিহারে এই অ্যাক্ট লাগু নিয়ে আর কি বলব! জমি কখনও ঘোড়ার নামে, কখনও কুকুরের নামে, কখনও লাঠির নামে রেকর্ড হয়েছে।.. '

জমির মালিকদের কাছে ৪ হাজার -৫ হাজার বিঘা জমি এখনও আছে!

জমির মালিকদের কাছে ৪ হাজার -৫ হাজার বিঘা জমি এখনও আছে!

সত্যপাল মালিক বলেন, বিহারে এখনও এমন কিছু জমির মালিক রয়েছেন যাঁদের কাছে ৪ হাজার থেকে ৫ হাজার জমি রয়েছে। সত্যপাল মালিক বলেন, 'এমনকি রাজস্ব সংক্রান্ত তথ্যেও অনেক খামতি থাকত'।

রাজ্যপাল হিসাবে সত্যপাল

রাজ্যপাল হিসাবে সত্যপাল

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজ্য়পাল ছিলেন সত্যপাল মালিক । এরপর তিনি কাশ্মীরের রাজ্যপালের দায়িত্বভারও সামলেছেন অন্তবর্তী সময়ে। পরবর্তীকালে চলতি বছরের নভেম্বর থেকে সত্যপাল মালিক গোয়ার রাজ্যপাল হিসাবে ব্যবস্থা গ্রহণ করেন।

'নেতাজি সুভাষচন্দ্রের নামে জেএনইউ-এর নামকরণ হোক', আরও কোন চাঞ্চল্যকর দাবি তুললেন স্বামী 'নেতাজি সুভাষচন্দ্রের নামে জেএনইউ-এর নামকরণ হোক', আরও কোন চাঞ্চল্যকর দাবি তুললেন স্বামী

English summary
In Bihar Lands registered in name of dogs , horses, sticks , says satyapal Malik .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X