অগাস্টে একেরপর এক লম্বা উইকেন্ড, কীভাবে ছুটি নেবেন, জেনে নিন এখুনি
এবছরের অগাস্ট মাসে একের পর এক উইকেন্ডে ছুটি রয়েছে। যদি আপনি মাসের শুরুতেই ৪ তারিখ শুক্রবার ছুটি নিয়ে নেন তাহলে ৪দিনের ছুটি দিয়ে মাস শুরু হবে। কারণ শনিবার ও রবিবার বাদ দিলে সোমবার রাখী বন্ধন উৎসব রয়েছে। ফলে কেউ একটা দিন অফিসে ছুটি নিতে পারলেই চারদিন ছুটি হয়ে যাবে।

এরপরে আরও তিনটে দিন ছুটি নিতে পারলে অগাস্টের মাঝে বেশ কয়েকদিনের ট্রিপে ঘুরে আসতে পারবেন। ১২ ও ১৩ অগাস্ট উইকেন্ডের পরে ১৪ ও ১৫ অগাস্ট জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। এরপরে বুধবার ছুটি নিয়ে নিলে তারপরের দিন পার্সি ননিউ ইয়ার রয়েছে। তার পরের দিন শুক্রবার ছুটি বাগিয়ে নিতে পারলেই আর একটা লম্বা উইকেন্ড ঢুকে যাবে ছুটির মধ্যে।
এখানেই শেষ নয়, আগাস্ট মাসের ২৫ তারিখ গনেশ চতুর্থী রয়েছে। সেইদিনে ছুটি নিয়ে নিতে পারলে আর একটা লম্বা উইকেন্ড আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। ফলে অগাস্ট মাসে চাইলেই পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন নিজের পছন্দের জায়গায়।