For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে ইভিএমকাণ্ডে ৪ অফিসারকে সাসপেন্ড করল কমিশন

  • |
Google Oneindia Bengali News

অসমের করিমগঞ্জে বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম মেশিন নিয়ে যাওয়ার ঘটনায় সাসপেন্ড ৪ জন অফিসার। এদিন নির্বাচন কমিশন সূত্রে একথা জানানো হয়েছে। এছাড়াও অসমের ওই বুথে ফের একবার নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন।

অসমে ইভিএমকাণ্ডে ৪ অফিসারকে সাসপেন্ড করল কমিশন

এর আগে , অসমের করিগঞ্জে প্রবল সংঘর্ষ দানা বাঁধে বিজেপি প্রার্থী তথা বিধায়কের গাড়িতে ইভিএম মেশিন নিয়ে যাওয়ার ঘটনায়। কমিশনের এমন পদক্ষেপ ক্ষুব্ধ বিরোধীরা তোলপাড় শুরু করে। সরব হয় কংগ্রেস। একটি মহিন্দ্রা বলোরো গাড়ির মধ্যে ইভিএম মেশিনগুলি পাওয়া যায়। জানা গিয়েছে বিজেপি প্রার্থীর আত্মীয়র নামে এই গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে। প্রশ্ন ওঠে সেই গাড়ি কেন ব্যবহার করছে কমিশন?

এরপরই জানা যায়, গাড়িটি যে বিজেপি নেতা সম্পর্কিত,তা জানা ছিলনা পোলিং অফিসারদের। এদিকে, খবর, অসমের রাতাবাড়ির এমভি স্কুল কেন্দ্র থেকে পোলিং পার্টি স্ট্রং রুমের দিকে এই গাড়ি চড়ে যায়। ইলেকশন অফিসিয়ালদের সঙ্গে তাঁদের যোগাযোগ সেই সময় ছিল না বলে জানা যাচ্ছে। এদিকে, কেন এই যোগযোগ স্থাপন করা যায়নি, তা নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনাপ নিন্দা করে ভিডিওটি পোস্ট করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের তরফে নির্বাচন বয়কটের ডাক দেওয়া হয়। ঘটনাকে খোলাখুলি লুঠ ও রিগিং এর তকমা দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। এরপরই অভিোগ পেয়ে নড়চড়ে বসে কমিশন।

English summary
In Assam EVM found in BJP leader's car , EC suspends four poll officials
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X