For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতভর রুদ্ধশ্বাস এনকাউন্টার ভূস্বর্গে, সেনার টার্গেটে অল-বদর জঙ্গিগোষ্ঠী, নিহত ৩

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকে একাধিক নতুন জঙ্গি গোষ্ঠীর অপারেশনের খবর উঠে আসতে থাকে নিরাপত্তাবাহিনীর কাছে। সেই সূত্র ধরে শনিবার রাত থেকে কাশ্মীরের সোপিয়ান টাউনে একটি সার্চ অপারেশন চালু করে বাহিনী। যার জেরে ৩ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

রাতভর রুদ্ধশ্বাস এনকাউন্টার ভূস্বর্গে, সেনার টার্গেটে অল-বদর জঙ্গিগোষ্ঠী, নিহত ৩

মূলত, অল বদর নামের এক জঙ্গি গোষ্ঠীর কিছু সন্ত্রাসবাদী ভূস্বর্গে লুকিয়ে থাকার খবর ছিল সেনার কাছে। আর সেকারণেই নিরাপত্তাবাহিনী বড়সড় অভিযান চালায় শনিবার রাতে। শনিবার রাতেই একজন জঙ্গি এই অভিযানে নিহত হয়। এর আগে বাহিনীকে দেখেই গুলি চালাতে থাকে জঙ্গিরা। তার পাল্টা জবাব দিতেই গুলি চালাতে বাধ্য হয় সেনা। এদিকে এই গুলির লড়াইয়ের আগে জঙ্গিদের পরিবারের সদস্যরাও আত্মসমর্পণের বার্তা দেন জঙ্গিদের উদ্দেশে। তবে তার পরও আত্মসমর্পণ না করায়, দুই পক্ষের গুলি যুদ্ধ শুরু হয় বলে খবর।

এদিকে, দক্ষিণ কাশ্মীরের হান্ডিপোরায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর সূত্র মারফৎ পায় সেনা বাহিনী। সেই সূত্র ধরে সেখানে চলে তল্লাশি অভিযান। এদিকে, সেনার জওয়ানদের তল্লাশির খবর পেয়েই পাল্টা গুলি চালাতে থাক জঙ্গিরা। ঘটনাস্থল থেকে একে ৪৭ সহ বহু পিস্তল উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে , গত সপ্তাহেই ৭ জন জঙ্গিকে নিকেশ করেথছে সেনা।

কুখ্যাত জঙ্গি সংগঠন আনসার ঘাজওয়াতুল হিন্দের প্রধান ইমতিয়াজ আহমেদ শাহ সেই এনকাউন্টারের ঘটনায় মারা যায় বলে খবর। যা উপত্যকার বুকে সেনার তরফে বড় সাফল্য বলে মনে করা হয়।

এদিকে সোপিয়ানের গুলি যুদ্ধ ১২ ঘণ্টা টানা চলেছে বলে খবর। জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি ধর্মীয়স্থানের ভিতর থেকে জঙ্গিরা আক্রমণ চালায় সেনার উপর। তারপর পাল্টা গুলি চালায় সেনা।

English summary
In An Overnight Encounter 3 terrorist killed in Jammu and Kashmir by security forces
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X