For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের কর্ণাটক ভিজিটে আবার মুখ্যমন্ত্রী বদলের জল্পনা

অমিত শাহের কর্ণাটক ভিজিটে আবার মুখ্যমন্ত্রী বদলের জল্পনা

  • |
Google Oneindia Bengali News

মাত্র ন'মাস হয়েছে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। আর এই কম সময়ের মধ্যেই কিনা গুজব রটেছে, তাঁকে সরিয়ে দিতে চায় দল। তাঁর বদলে অন্য কাউকে মুখ্যমন্ত্রীর পদে দেখছে গেরুয়া শিবির। তিনি বাসবরাজ বোম্মাই, এই মুহূর্তে কর্নাটকের বিজেপি মুখ্যমন্ত্রী।

অমিত শাহের কর্ণাটক ভিজিটে আবার মুখ্যমন্ত্রী বদলের জল্পনা

সম্প্রতি এক বিজেপি নেতার বক্তব্যে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী বদলের জল্পনা। বিজেপি নেতা বিএল সন্তোষ জানান, দলের উচ্চনেতৃত্বের ক্ষমতা রয়েছে রাজ্য নেতৃত্বের খোলনলচে বদলে ফেলা। তিনি বলেন, 'আমি বলছি না যে এমনটা সর্বত্র হবে৷ তবে বিজেপি চাইলে এই সিদ্ধান্ত নিতেই পারে৷ এতে অন্যান্য দলের মাথা ঘামানোর কিছু নেই৷'

তিনি আরও বলেন, 'এর আগে যখন গুজরাটে মুখ্যমন্ত্রী বদল হয়েছিল, গোটা মন্ত্রিসভা বদলে ফেলা হয়েছিল। কোনও অভিযোগের ভিত্তিতে এই বদল ঘটেনি, যাতে নয়া ও সতেজ মন্ত্রিসভা গঠন করা যায়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল'। তিনি আরও বলেন, 'রাজনীতিতে বদল তথা পরিবর্তন অনিবার্য এক বিষয়। একটি রাজ্যে দ্বিতীয়বারের জন্য ক্ষমতালাভ করা সহজ নয়। যারা এখানে রয়েছেন, তাঁরা জানেন দ্বিতীয়বার নির্বাচনে জিততে ঠিক কতটা পরিশ্রম লাগে।'

তবে এসব শুধুই জল্পনা। এখনও অবধি সরাসরি বিজেপির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি এই বিষয়ে৷ মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই নিজেও এই প্রসঙ্গে মুখ খোলেননি। তবে জানা যাচ্ছে, আগামী দু-সপ্তাহের মধ্যে বদলের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি৷ যদিও দলে তাঁর ঘনিষ্ঠদের মতে মুখ্যমন্ত্রী বদল হলে তা একেবারেই ভাল সিদ্ধান্ত হবে না। মাত্র ন'মাস আগে বিএস ইয়েদুরাপ্পার হাত থেকে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন বোম্মাই। দীর্ঘ অস্থিরতা কাটিয়ে সুস্থির পথে এগোচ্ছে রাজ্য। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী তথা মন্ত্রিসভা বদল মানুষ খুব একটা ভাল চোখে দেখবে না।

২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা, তারপর মুকুট উঠবে কার মাথায়! ফেসবুক-বার্তায় জানালেন কুণাল২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা, তারপর মুকুট উঠবে কার মাথায়! ফেসবুক-বার্তায় জানালেন কুণাল

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক সমস্যায় জর্জরিত হয়েছে বাসবরাজ বোম্মাইয়ের সরকার। প্রথমে হিজাব বিতর্ক, কিছুদিন আগে বিটকয়েন দুর্নীতি, সম্প্রতি রাজ্যে হালাল মাংসের বিরুদ্ধে প্রচার! একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়েছে রাজ্য সরকার। আর এই কারনেই বিশেষজ্ঞদের একাংশের ধারনা, রদবদলের পথে হাঁটতে পারে গেরুয়া শিবির। সোমবার রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগমন এই সম্ভাবনা আরও উস্কে দিয়েছে।

English summary
In Amit Shah's visit to Karnataka, there is talk of changing the Chief Minister again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X