For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসে মৃত্যুতে মুম্বইয়ের চেয়ে এগিয়ে আহমেদাবাদ, ৬০ শতাংশ মৃত্যু গত এক সপ্তাহে

করোনা ভাইরাসে মৃত্যুতে মুম্বইয়ের চেয়ে এগিয়ে আহমেদাবাদ, ৬০ শতাংশ মৃত্যু গত এক সপ্তাহে

Google Oneindia Bengali News

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। রবিবার একদিনেই দিল্লিতে করোনা সংক্রমিত হয়েছে ২৯৩ জন, যা রাজধানীর মোট করোনা সংখ্যা বাড়িয়েছে ২৯১৩ জনে। কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করেথে গুজরাতের আহমেদাবাদ, এখানে একদিনে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সংখ্যা ১০০ অতিক্রম করল এই শহর।

এক সপ্তাহে মৃত্যু ঘটেছে ৬০ শতাংশ

এক সপ্তাহে মৃত্যু ঘটেছে ৬০ শতাংশ

আহমেদাবাদে নোভেল করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১০৫ জনের। মুম্বইয়ে এখনও পর্যন্ত ২০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আরও প্রাণহানির ঘটনা ঘটবে। ঘটনাচক্রে, গত এক সপ্তাহে আহমেদাবাদের ৬০ শতাংশেরও বেশি মৃত্যু ঘটেছে। ২০ এপ্রিল থেকে এই শহরে ৬৭টিরও বেশি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ওই একই সময়ে মুম্বইয়ের চেয়েও বেশি মৃত্যু হয়েছে আহমেদাবাদে। করোনা ভাইরাস নিশ্চিত সংক্রমণের কেস আহমেদাবাদে ২১৮১ টি। মহারাষ্ট্র ও গুজরাত বাদ দিয়ে এটি সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে। আহমেদাবাদের মতোই করোনা পজিটিভ কেসের সংখ্যা উচ্চ রাজস্থান ও মধ্যপ্রদেশে। যদিও রাজস্থানে এখনও পর্যন্ত ৪১টি মৃত্যু ও মধ্যপ্রদেশে ১০৩টি মৃত্যু হয়েছে।

১২ দিনে গুজরাতে পজিটিভ কেস বেড়েছে সাড়ে চারগুণ

১২ দিনে গুজরাতে পজিটিভ কেস বেড়েছে সাড়ে চারগুণ

৩৩০০ টিরও বেশি করোনা কেস নিয়ে, গুজরাত রাজ্যে গত ১২ দিনে তার সংখ্যা প্রায় সাড়ে চারগুণ বেড়েছে। সংক্রমণ থেকে মৃত্যুর হারের অনুপাতে দেশের সব রাজ্যের চেয়ে সবার উপরে রয়েছে গুজরাত। গুজরাতে এই রোগের প্রকৃত বিস্তারটি যা আবিষ্কার করা হয়েছে তার থেকে অনেক বেশি এবং রাজ্য পর্যাপ্ত পরিমাণে করোনা পরীক্ষা করছিল না বলেই এটা তারই ইঙ্গিত। গুজরাতে এখনও পর্যন্ত ৫১,০৯১ টি নমুনার পরীক্ষাম করা হয়েছে। যেটি মহারাষ্ট্রের সংখ্যার চেয়ে অনেক কম, মহারাষ্ট্রে ইতিমধ্যেই ১.‌৬ লক্ষ পরীক্ষা হয়ে গিয়েছে। এমনকি গুজরাতের চেয়ে তামিলনাড়ুতে পজিটিভ কেসের সংখ্যা কম হলেও এখানেও ৮৭ হাজার পরীক্ষা হয়ে গিয়েছে।

রবিবার দেশে মৃত্যু হয়েছে ৫০ জনের বেশি

রবিবার দেশে মৃত্যু হয়েছে ৫০ জনের বেশি

রবিবার গোটা দেশ থেকে ১৬৮২টি নতুন কেসের খোঁজ মিলেছে, যা দেশের করোনা আক্রান্তকে বাড়িয়েছে ২৭৮৪৪ জন। এইদিন ৫০ জন মারা গিয়েছে এই রোগে। করোনা প্রাদুর্ভাবের পর দ্বিতীয়বার একই দিনে ৫০ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দেশের ৩০ শতাংশ সংক্রমণ মহারাষ্ট্রে হয়েছে, রবিবার এ রাজ্যে ৪৪০ জন নতুন সংক্রমিত হয়েছে। এ রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৬৮ জন। রাজস্থানে ১৬৫ জন নতুন কেস সহ করোনা সংক্রমণের সংক্যা বাড়ল ২১৮৫ জন।

English summary
Ahmedabad now has reported 105 deaths of people who have tested positive for novel Coronavirus. Only Mumbai, which has recorded 204 deaths till now, has more fatalities. Incidentally, more than 60 per cent of Ahmedabad deaths have come in the last one week. Since April 20, the city has reported as many as 67 deaths, that is more than the number in Mumbai during the same period.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X