For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-কংগ্রেস সরাসরি ১৮৮টি আসনে লড়াইয়ে রাহুলের দল পেল মাত্র ১৪টি আসন

২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি অপ্রত্যাশিত ভালো ফল করেছে। ২০১৪ সালে যেখানে ২৮২ টি আসনে বিজেপি জয়লাভ করেছিল সেখানে এবার সব ভবিষ্যদ্বাণীকে প্রায় ছাপিয়ে গিয়ে একাই ৩০০ টির বেশি আসনে জয় পেয়েছে।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি অপ্রত্যাশিত ভালো ফল করেছে। ২০১৪ সালে যেখানে ২৮২ টি আসনে বিজেপি জয়লাভ করেছিল সেখানে এবার সব ভবিষ্যদ্বাণীকে প্রায় ছাপিয়ে গিয়ে একাই ৩০০ টির বেশি আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে এনডিএ সরকারও সার্বিকভাবে সাড়ে তিনশোরও বেশি আসনে জয়ী হয়েছে।

বিজেপি-কংগ্রেস ১৮৮টি আসনে লড়াই! কংগ্রেস পেল মাত্র ১৪টি

তবে এতগুলি আসনের মধ্যে সব রাজ্যে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়নি। বহু রাজ্য আছে যেখানে বিজেপি ও কংগ্রেস আঞ্চলিক দলগুলির বিরুদ্ধে লড়াই করেছে। গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্যে সরাসরি বিজেপি-কংগ্রেস লড়াই হয়েছে।

এইরকমই সব রাজ্য মিলিয়ে মোট ১৮৮টি আসনে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সরাসরি লড়াই হয়েছে। যার মধ্যে বিজেপি ১৭৪টি আসনে জয় পেয়েছে। এবং কংগ্রেসের মুখে ঝামা ঘষে দিয়েছে।
প্রসঙ্গত ২০১৪ সালে যেখানে কংগ্রেস এককভাবে মাত্র ৪৪ টি আসন পেয়েছিল, সেখানে এবার কোনও ভাবে তাঁরা ৫০টি আসনের গণ্ডি পেরিয়েছে। ফলে কংগ্রেস ফের একবার ব্যর্থ। সরকার গড়ার ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করতে গিয়ে নিজেদের অস্তিত্ব বিপন্ন করে ফেলেছে কংগ্রেস।

English summary
In about 188 seats BJP and Congress fights and saffron party got 174 seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X