For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে প্রথম, ছত্তিশগড়ে ১১ বছরের বালক মাধ্যমিক পরীক্ষায় বসবে

রাজ্যে প্রথম, ছত্তিশগড়ে ১১ বছরের বালক মাধ্যমিক পরীক্ষায় বসবে

Google Oneindia Bengali News

১১ বছরেই মাধ্যমিক পরীক্ষা দেবে ছত্তিশগড়ের এই বিস্ময় বালক। জানা গিয়েছে, রাজ্যের দুর্গ জেলার ১১ বছরের বালককে এই বছরের শিক্ষাবর্ষে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে। ছত্তিশগড় বোর্ড অফ সেকেন্ডারি শিক্ষার (‌সিজিবিএসই)‌ পক্ষ থেকে লিভজ্যোত সিং অরোরা, যে পঞ্চম শ্রেণীর ছাত্র, তার বুদ্ধিমত্তার টেস্ট রিপোর্টের ওপর ভিত্তি করে তাকে মাধ।মিক পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে।

রাজ্যে প্রথম, ছত্তিশগড়ে ১১ বছরের বালক মাধ্যমিক পরীক্ষায় বসবে


এ রাজ্যে এটাই প্রথম এ ধরনের ঘটনা ঘটল, যেখানে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ১২ বছরের নীচে কোনও পড়ুয়াকে সুযোগ দেওযা হয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে, ২০২০–২১ সেশনের মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য লিভজ্যোত সিজিবিএসইকে আবেদন করেছিল। দুর্গ জেলা হাসপাতালে ওই বালকের বুদ্ধিমত্তার পরীক্ষা হয়,যেখানে দেখা যায় তাঁর বুদ্ধিমত্তার স্তর ১৬ বছরের কিশোরের মতোই। আইকিউ বা বুদ্ধিমত্তা হল এমন একটি নম্বর যা মানসিক বুদ্ধি মূল্যায়ন থেকে প্রাপ্ত এবং যার ওপর নির্ভর করে একজনের বুদ্ধি কতটা প্রখর তা বিচার করা হয়।

লিভজ্যোতের পরীক্ষার ফল ও বুদ্ধিমত্তার রিপোর্ট বোর্ড পরীক্ষার আগে রেজাল্ট কমিটিকে পেশ করা হয়। তারপরই তাকে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়। ১১ বছরের বালকের বাবা গুরবিন্দর সিং অরোরা জানান তাঁর ছেলে মাইলস্টোন স্কুল ভিলাইয়ের ছাত্র, ইতিমধ্যে সে বোর্ড পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং অনুমতি পাওয়ার পর খুবই উৎসাহিক লিভজ্যোতি। গর্বিত বাবা বলেন, '‌লিভজ্যোতি শুরু থেকেই খুব প্রতিভাবান ছিল। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় আমরা লক্ষ্য করি যে সে এক সেকেন্ডের মধ্যে জটিল অঙ্ক সমাধান করে ফেলছে। এরপর আমরা খবরের কাগজে ছোট বালকের বোর্ড পরীক্ষায় বসার খবর পড়ি এবং আমরাও কোনও চাপ ছাড়াই লিভজ্যোতিকে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলি।’‌

কৃষক বিক্ষোভ নিয়ে চর্চা হলিউড-ইউরোপে! গ্রেটা-রিহানাদের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ভারতেরকৃষক বিক্ষোভ নিয়ে চর্চা হলিউড-ইউরোপে! গ্রেটা-রিহানাদের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ভারতের

English summary
in a first 11 year old chhattisgarh boy set to appear for class 10 board exams
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X