For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের মতো দেশের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি বিকল্প হতে পারে না, সাফ জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক

ভারতের মতো দেশের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি বিকল্প হতে পারে না, সাফ জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক

Google Oneindia Bengali News

দেশে করোনা সংক্রমণ ছুঁয়েছে ১৬ লক্ষের ওপর। যা কেন্দ্র সরকারের কাছে যথেষ্ট উদ্বেগজনক। প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলে দেওয়া হল দেশে করোনা প্রতিষেধকের বিকল্প কখনই '‌হার্ড ইমিউনিটি’‌ হতে পারে না। তার কারণ স্বরূপ বলা হয়েছে ভারতের মতো অত্যাধিক জনঘনত্বের দেশে যেখান লক্ষ লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছে অনেকেই প্রাণ হারাচ্ছেন সেখানে হার্ড ইমিউনিটি কাজ করবে না। যদিন প্রতিষেধক না আসছে ততদিন সামাজিক দুরত্ব সহ অন্যান্য নিয়মগুলি মেনে চলাই উচিত।

ভারতের মতো দেশের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি বিকল্প হতে পারে না, সাফ জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক


স্বাস্থ্য মন্ত্রকের ওএসডি রাজেশ ভূশন এ প্রসঙ্গে বলেন, '‌ভারতের মতো আকারে ও জনসংখ্যার বিপুল দেশে হার্ড ইমিউনিটি কোনও কৌশলী পছন্দ বা বিকল্প হতে পারে না। এখানে কেবলমাত্র একটি পরিণতি হতে পারে এবং যেটি খুব উচ্চ ব্যয়ের, কারণ এর জন্য লক্ষ লক্ষ লোককে সংক্রমিত হতে হবে, হাসপাতালে ভর্তি হতে হবে এবং অনেকেই এই প্রক্রিয়াতে মারা যাবেন।’‌

যদি কোনও অঞ্চলে একটা বিপুল সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন, তাহলে করোনার বিরুদ্ধে তাঁদের শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে ধরে নেওয়া হবে। ফলে ওই অঞ্চলে ওই ভাইরাসের বিরুদ্ধে একটি সুরক্ষা বলয় প্রস্তুত হবে। যার ফলে ওই অঞ্চলের লোকজনের সংক্রমণ থেমে যাবে। এক্ষেত্রেই বলা চলে যে '‌হার্ড ইমিউনিটি’‌ করোনা থেকে বাঁচাবে। বিবিসির রিপোর্টে জানা গিয়েছে, হার্ড ইমিউনিটির জন্য প্রতি ১০ জনের মধ্যে ৯ জনকে করোনা য় আক্রান্ত হতে হবে। এর অর্থ দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হলে তবেই হার্ড ইমিউনিটির সম্ভাবনা। যা আরও শোচনীয় পরিস্থিতি হয়ে উঠতে পারে। যেটা ভারতের পক্ষে কখনই সম্ভব নয়।

দেখা গিয়েছে, কলকাতা, মুম্বই সহ অধিকাংশ বড় শহরে উপস্রগহীন করোনা রোগীর সংখ্যা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। অনেকের মধ্যে স্বল্প বা মাঝারি উপসর্গ দেখা দিলেও তা নিজে থেকেই নিরাময় হয়ে যাচ্ছে। অনেকের শরীরে অজান্তেই অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এইসব লক্ষণ থেকেই মনে করা হচ্ছি, হার্ড ইমিউনিটি হয়তো করোনা সংক্রমণে রাশ টানবে । কিন্তু এ দেশে যে এমন ধারনা তেমন ফলপ্রসূ হবে না তা জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক ।

করোনা ভাইরাস থেকে রেহাই নেই যুব সমাজেরও, ঘোষণা করল হু–র করোনা ভাইরাস থেকে রেহাই নেই যুব সমাজেরও, ঘোষণা করল হু–র

English summary
in a country like india hard immunity cannot be an option the health ministry said
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X