For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাকালে 'জনতা কার্ফুর' বর্ষপূর্তিতে 'মন কী বাত' অনুষ্ঠান থেকে বড় বার্তা মোদীর

  • |
Google Oneindia Bengali News

সম্পন্ন হয়েছে লকডাউনের এক বছর। তবুও করোনা নিয়ে নতুন করে আতঙ্ক শুরু হয়েছে দেশের মধ্যে। এদিকে এমন এক পরিস্থিতিতে আজ ৭৫ তম পর্বে 'মন কি বাত' অনুষ্ঠান থেকে নরেন্দ্র মোদী একাধিক বড় বার্তা দিয়ছেন ভ্যাকসিনেশন নিয়ে। উল্লেখ্য, করোনার দ্বিতীয় স্রোত রীতিমতো আতঙ্কে রেখেছে দেশবাসীকে। এদিকে, ২০২০ সালে এমন এক সময়ে দেশে করোনার বাড়বাড়ন্ত রুখতে শুরু হয় লকডাউন। সেই সময়ের স্মৃতি আজো ভারতবাসীর মনে স্পষ্ট। আর এমন এক পরিস্থিতিতে যখন গোটা দেশ তাকিয়ে রয়েছে যে ভারতে ফের একবার করোনার জন্য লকডাউন হবে কি, তখনই ২৮ মার্চের 'মন কি বাত' অনুষ্ঠানে একাধিক বার্তা দেন প্রধানমন্ত্রী।

করোনাকালে জনতা কার্ফুর বর্ষপূর্তীতে মন কী বাত অনুষ্ঠান থেকে বড় বার্তা মোদীর

  • মিতালী রাজ থেকে পিভি সিন্ধুকে নিয়ে এদিন ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদী। তিনি তাঁদের প্রাপ্তি নিয়ে বক্তব্য রাখেন।
  • নরেন্দ্র মোদী এদিনের অনুষ্ঠানে 'জনতা কার্ফু' নিয়ে বক্তব্য রাখেন। গত ২০২০ সালের ২৪ মার্চ থেকে শুরু হয়েছিল লকডাউন। আর সেই প্রসঙ্গ তুলে করোনার ফ্রন্টলাইন ওয়ার্কারদের যেমন ভূয়সী প্রশংসা করেন মোদী। তেমনই জনতা কার্ফু নিয়ে দেশবাসীর নিয়ম পালনকেও প্রশংসায় ভরিয়ে দেন মোদী।
  • এদিনের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, 'অমৃত মহোৎসব' সারা দেশে পালিত হচ্ছে ধুমধাম সহকারে। স্বাধীনতা আন্দোলনে সামিল হওয়া ব্যক্তিত্বদের লড়াই থেকে ইতিহাস নিয়ে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বহু বার্তা পাঠানো হচ্ছে ।
  • পশ্চিমবঙ্গে মধু চাষ নিয়ে এদিন আলাদা করে বক্তব্য রাখেন মোদী। প্রশংসা করেন এই এলাকা মধু চাষ ঘিরে নানান উদ্যোগ নিয়ে।

  • আত্মনির্ভর ভারতের প্রসঙ্গে পশ্চিমবঙ্গে হানি বি ফার্মিং এর প্রসঙ্গ তোলেন মোদী।
  • বিশ্বের বৃহত্তম ভ্যাকসিনেশন নিয়ে এদিন বক্তব্য রাখেন মোদী। প্রশংসা করেন ভারতে যেভাবে মানুষ ভ্যাকসিন নিয়ে উৎসাহিত , তা নিয়ে। দেশের বিভিন্ন প্রান্তের শতোর্ধ্ব বয়সী মানুষ যেভাবে এই ভ্যাকসিন নিয়ে উৎসাহিত তা প্রধানমন্ত্রীর মন ছুঁয়ে গিয়েছে বলে জানান তিনি।
  • 'মন কি বাত' অনুষ্ঠানের ৭৫ তম পর্ব কেমন লাগল দর্শকদের তা জানাতে বলে নরেন্দ্র মোদী বড় বার্তা দিয়েছেন এদিন।
  • মোদী বলেন, দেশের মানুষ যেখানেই যান সেখানেই ভারত নিয়ে গর্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের বাসিন্দাদের উচিত নিজের আশপাশের বিভিন্ন নতুনকে সঙ্গে নিয়ে পুরনো সংস্কৃতিকেও নিয়ে এগিয়ে চলা।
English summary
In 75th edition, PM Modi addresses Mann Ki Baat with new tone amid assembly election in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X