For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-ইজরায়েল কূটনৈতিক সম্পর্কের ৩০ বছরে মোদীকে পেগাসাস নিয়ে কটাক্ষ চিদাম্বরমের

  • |
Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়া বিশেষ করে টুইটারে মাঝেমাঝেই নরেন্দ্র মোদীকে বিভিন্ন বিষয়ে খোঁচা দিয়ে থাকেন বর্ষীয়ান কংগ্রেসনেতা পি চিদাম্বরম৷ এবার ভারত-ইসরায়েল কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তিতে নতুন করে মোদীকে কটাক্ষ করলেন চিদাম্বরম৷

মোদীকে পেগাসাস নিয়ে কটাক্ষ চিদাম্বরমের

পেগাসাস স্পাইওয়্যার বিতর্ককে আরও একবার উসকে দিয়ে কংগ্রেস নেতা পি চিদাম্বরম ভারত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্ণ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আসা বার্তা নিয়ে কটাক্ষ করে টুইট করেছেন রবিবার।

টুইটে পি চিদাম্বরম লিখেছেন, 'ইসরায়েলকে জিজ্ঞাসা করার এটাই সেরা সময় যে তাদের কাছে পেগাসাস স্পাইওয়্যারের কোনো উন্নত সংস্করণ আছে কিনা।' প্রসঙ্গত শনিবারই ভারত-ইসরায়েল সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, দু'দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে নতুন লক্ষ্য নির্ধারণের জন্য এর চেয়ে ভাল সময় হতে পারে না।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে পেগসাস নিয়ে নতুন করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ যেখানে দাবি করা হয়েছে ইসরায়েলের কাছ থেকে পেগসাস কিনেছিল কেন্দ্র সরকার! এর পরই পি চিদাম্বরম মোদিকে কটাক্ষ করে টুইটটি করেছেন। নিউইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনের দাবি যে, ২০১৭ সালে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস এবং একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারত ও ইসরায়েলের মধ্যে প্রায় ২বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র এবং গোয়েন্দা গিয়ারের কেন্দ্রীয় চুক্তির অন্তর্গত ছিল। শনিবার, প্রধানমন্ত্রী মোদি একটি বিশেষ ভিডিওর মাধ্যমে ভারত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন৷ তিনি ভিডিওটিতে বলেছেন, 'আমাদের দুই-দেশের সম্পর্কের ইতিহাস অনেক পুরনো। ভারত ও ইসরায়েলের মানুষের মধ্যে কয়েক শতাব্দী ধরে শক্তিশালী সম্পর্ক রয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে প্রতিরক্ষা চুক্তির অংশ হিসাবে ভারত ইসরায়েলের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যার কিনেছে বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রকাশিত হওয়ার পর মোদী সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেছে কংগ্রেস৷ বিজেপির বিরুদ্ধে দেশ, সংসদ, সুপ্রিম কোর্টকে প্রতারণা করা এবং গণতন্ত্রকে হাইজ্যাক করার এবং প্রতারণার অভিযোগ এনেছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আগামী সপ্তাহে শুরু হওয়া বাজেট অধিবেশনে বিষয়টি উত্থাপন করতে চায় এবং সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি সরকারের কাছে জবাব দাবি করবে।

English summary
In 30 years of Indo-Israeli diplomatic relations, Chidambaram mocks Modi over Pegasus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X