For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত ৩০ বছরে মোদীই প্রথম প্রধানমন্ত্রী যিনি সংযুক্ত আরব আমিরশাহী সফরে চলেছেন!

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৬ আগস্ট : দুদিনের সংযুক্ত আরব আমিরশাহী সফরের উদ্দেশ্যে আজই রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৩০ বছরে মোদীই প্রথম প্রধানমন্ত্রী যিনি সংযুক্ত আরব আমিরশাহী সফরে চলেছেন।

হয়তো এই সফর মাত্র ২ দিনের। কিন্তু শিল্প বৈঠকে একেবারে ঠাসা। ভারতীয় কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা এবং দেশের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য়ের দর্শনের সময় ধরা রয়েছে।

গত ৩০ বছরে মোদীই প্রথম প্রধানমন্ত্রী যিনি সংযুক্ত আরব আমিরশাহী সফরে চলেছেন!

প্রধানমন্ত্রীর কমর্সূচিতে রয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করা, শিল্প ও বিনিয়োগের সম্পর্কও জোরদার করা।

প্রথমদিনে প্রধানমন্ত্রী মোদী শেক জায়েদ মসজিদে যাবেন। এই মসজিদের বৈশিষ্ট এই ইমারতটি তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মার্বেল এনে। এমনকী এখানে ভারত থেকে আনা মার্বেল পাথরেরও ব্যবহার করা হয়েছে। এছাড়া এই মসজিদে বিশ্বের সবচেয়ে বড় হাতে বোনা কার্পেট রয়েছে, যেখানে হাজার হাজার লোক বসে প্রার্থনা জানাতে পারেন।

এরপরে একটি শিবিরে যাবে যেখানে ২৮০০০ মতো ভারতীয় শ্রমিকদের সঙ্গে দেখা করবেন মোদী। এদের মধ্য়ে কয়েকজনের সঙ্গে কথাও বলবেন।

শেষে দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামেও তিনি যাবেন। সেখানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তৃতা রাখবেন মোদী। গত সপ্তাহেই এই অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্ত করার কথা ঘোষণা করা হয়। কিন্তু ১ দিনের মাথাতেই আবেদন নেওয়া বন্ধ করতে হয় আয়োদকদের। কারণ ততক্ষণে আবেদনের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গিয়েছে, যা স্টেডিয়ামের বহন ক্ষমতার চেয়েও বেশি।

আয়োজকরা তাই স্টেডিয়ামের বাইরে বড় একটা স্ক্রিন লাগানোর ব্যবস্থা করেছে যাতে সেখান থেকে মোদীর লাইভ অনুষ্ঠান শোনা যাবে। তবে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে। তাই তাপমাত্রার মোকাবিলা করার জন্যও আলাদা করে ব্যবস্থা রাখা হবে।

English summary
In 30 Years, Narendra Modi First Indian Prime Minister To Visit UAE
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X