২০২১ সালেই চন্দ্রযান–৩ পাড়ি দেবে চাঁদের উদ্দেশ্যে
২০২১ সালের প্রথমার্ধেই চাঁদের দেশে পাড়ি দেবে চন্দ্রযান–৩। এই খবর জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানান, তৃতীয় চন্দ্রাভিযান একটু দেরিতে হচ্ছে বলে আভাস দেন তিনি।

২০২১ সালে গগনযান পাড়ি দেবে
লোকসভায় লিখিত প্রতিক্রিয়া দিয়ে মন্ত্রী জানান, মাইক্রোগ্র্যাভিটি সম্পর্কিত চারটি জৈবিক এবং দুটি শারীরিক বিজ্ঞান পরীক্ষা গগনযান প্রকল্পের সময় পরিচালিত হবে, যেটি প্রথম মহাকাশের ভারত পরিচালিত মানব মিশন। জিতেন্দ্র সিং জানিয়েছেন, সংশোধিত কনফিগারেশনটি নকশার দৃঢ়তা, মিশনের নমনীয়তার জন্য ক্ষমতা বর্ধন এবং একই সঙ্গে সম্ভাব্য পরিমাণে চন্দ্রাযান-২ এর ঐতিহ্যকে ধরে রেখেছে। মন্ত্রী বলেন, ‘২০২১ সালের প্রথমার্ধেই চন্দ্রযান-৩ পাড়ি দেবে। চন্দ্রযান-২ থেকে শিক্ষা নিয়েই এবার চন্দ্রযান-৩ মিশন আরও পরিপক্ক হয়েছে।'

ব্যর্থ হয় চন্দ্রযান–২
উল্লেখ্য, গতবছর চন্দ্রযান-২ ঘিরে শেষ মুহূর্তে এক লহমায় স্বপ্ন চুরমার হয়ে যায়। চাঁদের মাটি ছোঁয়ার আগেই হারিয়ে যায় চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রম। চন্দ্রপৃষ্ঠে অবতরণের ২.১ কিমি আগে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিজ্ঞানীদের। এর জেরে সফল হয়নি চন্দ্রযান-২ অভিযান। ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান চাঁদ থেকে মাত্র ২.১ কিমি দূরত্বে পৌঁছে ছিটকে গিয়েছে ল্যান্ডার। টানা ১৪ দিন ধরে চেষ্টা চালিয়েও বিক্রমের সঙ্গে যোগাযোগ করা যায়নি।


সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছে
এই মিশন ব্যর্থ হওয়ার পর ইসরো ফের চাঁদে পাড়ি দেওয়ার জন্য মিশন প্রস্তুত করতে শুরু করে। এর আগে বলা হয়েছিল যে এ বছরের শেষের দিকেই চন্দ্রযান-৩ পাড়ি দেবে। প্রসঙ্গত, এই মিশনের জন্য চারজন মহাকাশচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যাঁরা গগনযানে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবেন। তাঁদের সব ধরনের পরীক্ষা হয়ে গিয়েছে।
মন্ত্রী জানান, ক্রু মেডিকেল কিট, ক্রু স্বাস্থ্য মনিটরিং পদ্ধতি, বেঁচে থাকার জন্য জরুরি কিট, ডসিমিটারস, ইয়ারম্যাফস এবং আগুন দমন পদ্ধতির মতো মানব কেন্দ্রিক পণ্যগুলির নকশা, উন্নয়ন এবং সরবরাহের জন্য জাতীয় সহযোগিতা শুরু হয়েছে। ফরাসী মহাকাশ এজেন্সিতে ইসরোর প্রার্থীদের তিন সপ্তাহের প্রশিক্ষণ কার্যক্রমও শেষ হয়ে গিয়েছে।