For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ব্র্যান্ড মোদী' ২০২০ সালে আরও বেশি পোক্ত হয়েছে! ৪ রাজ্যের ভোটের আগে সমীক্ষা কী বলছে

'ব্র্যান্ড মোদী' ২০২০ সালে আরও বেশি পোক্ত হয়েছে! ৪ রাজ্যের ভোটের আগে সমীক্ষা কী বলছে

  • |
Google Oneindia Bengali News

২০২০ সালের পথ চলাটা মোটেও সহজ ছিল না। করোনার ভয়াবহ অতিমারীর মধ্যে দেশ যখন বিধ্বস্ত ,তখনই দেশে লাদাখ সীমান্তে প্রবল আক্রমণ শানায় চিন। কার্যত সমস্যার জোরালো ফলা তেড়ে আসে মোদী সরকারের সামনে। এমন পরিস্থিতিতে মোদী সরকারের জনপ্রিয়তা কোনদিকে গিয়েছে দেখা যাক।

 বিহারের ভোট

বিহারের ভোট

এককালে নরেন্দ্র মোদীর কট্টর বিরোধী নীতীশ কুমারও এবার বিহারের ভোটে মোদীকে পাশে নিয়েই তাঁর প্রশংসা করতে বাধ্য হন। মূলত নীতীষ কুমারের সভায় বিহারের জনতা যেভাবে 'মোদী মোদী ' স্লোগান দিয়েছে, তাতে রীতিমতো চাঞ্চল্য পড়ে রাজনীতির মঞ্চে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি তোলে যে মোদীর জনপ্রিয়তাতে ভর দিয়েই নীতী কুমার ভোট বৈতরণী পার করছে।

 মোদীর জনপ্রিয়তা তুঙ্গে

মোদীর জনপ্রিয়তা তুঙ্গে

সবেমাত্র বছরের শুরুতে তখন সিএএ নিয়ে দেশ জুড়ে প্রবল প্রতিবাদের ঝড় উঠেছে, ঠিক সেই সময়ই করোনা ধীরে ধীরে হানা দিয়েছে। এদিকে, মধ্যপ্রদেশে তখন মসনদ বদলের লড়াই। সব মিলিয়ে এই পরিস্থিতিতে প্রবল প্রতিকূলতার মধ্যেও মোদীর জনপ্রিয়তা তুঙ্গে ছিল। এমনই জানাচ্ছে আইএএনএস -সি ভোটারের একটি সমীক্ষা।

 সমীক্ষা কী বলছে?

সমীক্ষা কী বলছে?

এদিকে, সিভোটার ও আইএএনএস বলছে মোদী সরকার যেভাবে করোনার অতিমারী সামলেছে তাতে এখনও তাঁর সমর্থনে ৯৩ শতাংশ মানুষ। করোনা নিয়ে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়ালেও পরে তাকে গুটিয়ে আনে সরকার। কমতে থাকে দৈনিক আক্রান্ত। ততদিনে মোদরী অকিমারী রোধ স্ট্র্যাটেজি বিশ্বে তোলপাড় ফেলেছে।

লাদাখ নিয়ে মোদীর স্টান্স

লাদাখ নিয়ে মোদীর স্টান্স

৫ মে থেকে লাদাখে হানা দিয়েছে চিন। তবে সেক্ষেত্রেও বেজিংকে দিল্লি বুঝিয়ে দেয় যে নরেন্দ্র মোদী জওহরলাল নেহরু নন। আর তার হাত ধরেই বেজিংকে প্রবল সংঘাত করে দিল্লি। চিনে পদক্ষেপের পাল্টা জবাবে নরেন্দ্র মোদী সরকাররে পদক্ষেপে তাংর প্রতি সমর্থন আরও পোক্ত হয়।

বিরোধিতাও হয়েছে, তবে ম্যান অফ দ্য ম্যাচ মোদীই!

বিরোধিতাও হয়েছে, তবে ম্যান অফ দ্য ম্যাচ মোদীই!

প্রসঙ্গত, লকডাউনের সময় মোদীর প্রদীপ জ্বালানো, বা শব্দ করা নিয়ে দশবাসীকে দেওয়া বার্তা বা পরিযায়ী শ্রমিকদের নিয়ে দিল্লির কেন্দ্রীয় সরকারের নীতির ব্যর্থতা নিয়ে প্রবল সমালোচনা হয়। তবে সে সমস্ত সমালোচনার জবাব আসে বিহারের ভোটে। যেখানে কার্যত ব্র্যান্জ মোদীতে ভর করেই শরিক জেডিইউকে ছাপিয়ে ৭৪ আসন দখল করে বিজেপি। আর এখানেই বছরের শেষেও ' ম্যনা অফ দ্য ম্যাচ' মোদী।

মমতা শিবির থেকে জনতার প্রশ্নের উত্তর দিতে 'দুয়ারে' এবার ডেরেক থেকে দেব! ২০২১ -এ ঝাঁ চকচকে কর্মসূচিমমতা শিবির থেকে জনতার প্রশ্নের উত্তর দিতে 'দুয়ারে' এবার ডেরেক থেকে দেব! ২০২১ -এ ঝাঁ চকচকে কর্মসূচি

English summary
In 2020 Brand Modi has grown stronger with multiple election and govt change
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X