২০১৮ সালে ভারতের ব্যাঘ্র শুমারি জায়গা করে নিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে
বিশ্বের বৃহৎ ক্যামেরা ট্র্যাপিং বন্যপ্রাণ নিরীক্ষায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে ভারতের ২০১৮ সালের ব্যাঘ্রশুমারি। জানা গিয়েছে, সারা ভারত ব্যাঘ্র পরিসংখ্যান ২০১৮ সালের চতুর্থ চক্র অনুযায়ী দেশে বিশ্বব্যাপী বাঘের ২,৯৬৭টি বা ৭৫ শতাংশ বাঘ রয়েছে। এই ফলাফল ঘোষণা করেছিলেন গত বছর বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের এই সাফল্যকে দুর্দান্ত হিসাবে ঘোষণা করে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী টুইট করে বলেন, 'সর্ববৃহৎ ক্যামেরা ট্র্যাপ বন্যপ্রাণী জরিপে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে গোটা ভারত ব্যাঘ্র পরিসংখ্যান। প্রকৃতপক্ষে এটি একটি দুর্দান্ত মুহূর্ত এবং আত্মনির্ভর ভারতের উজ্জ্বল নির্দশন।’ তিনি টুইটে আরও জানান যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে লক্ষ্য পূরণের আগেই চার বছরে বাঘের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইট জানিয়েছে, '২০১৮–১৯ সালে চতুর্থবার জরিপের পুনরাবৃত্তি, ক্যামেরার লেন্সে বন্দী হয়েছে (আউটডোর ফটোগ্রাফি ডিভাইস যেখানে মোশান সেন্সর লাগানো রয়েছে, যখন প্রাণী হেঁটে যাবে এটি রেকর্ড করতে শুরু করবে।) ১৪১টি বিভিন্ন এলাকার ২৬,৮৩৮টি জায়গা এবং ১২১,৩৩৭ বর্গ কিলোমিটার এলাকা (৪৬,৮৪৮ বর্গ মাইল)।’

ওয়েবসাইটে বলা হয়েছে, 'ক্যামেরার লেন্সে বন্দী হয়েছে মোট ৩৪,৮৫৮,৬২৩ বন্যপ্রাণীর ছবি (যার মধ্যে ৭৬,৬৫১চি বাঘ ও ৫১,৭৭৭ চিতা)। এই ছবিগুলি থেকে, স্ট্রিপ–প্যাটার্ন–স্বীকৃতি সফ্টওয়্যার ব্যবহার করে ২,৪৬১ স্বতন্ত্র বাঘ (শাবকগুলি বাদে) চিহ্নিত করা হয়েছিল।’