For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ বছরে শুষ্কতম 'জুন' এবছরেই ধরা দিল! ২০১৯ এর বর্ষা দিচ্ছে কোন চরম বার্তা

একফোঁটা জলের জন্য চলছে অপেক্ষা। কখন জলের গাড়ি আসবে, তবে মিলবে জল। কখনও জলের এজেন্সি কখনও বা পুরসভার জলের ওপর ভরসা।

  • |
Google Oneindia Bengali News

একফোঁটা জলের জন্য চলছে অপেক্ষা। কখন জলের গাড়ি আসবে, তবে মিলবে জল। কখনও জলের এজেন্সি কখনও বা পুরসভার জলের ওপর ভরসা। এই ছবি কয়েকদিনে আরও প্রকট হয়েছে দক্ষিণের তামিলনগরী চেন্নাইতে। যেখানে 'জলের চেয়ে সোনা সস্তা'। আর এদিকে দক্ষিণবঙ্গে জুনের তপ্ত গরম ক্রমেই অস্বস্তি ডেকে আনছে। সবমিলিয়ে গোটা দেশ ২০১৯ সালের জুন মাসে এক চরম পরিস্থিতি দেখে চলেছে। আবহাওয়া দফতরও এবার দিল এক অশনি সংকেত!

শুষ্কতম জুন!

শুষ্কতম জুন!


আবহাওয়া দফতর দাবি করছে, গত ১০০ বছরে যে ৫ টি শুষ্কতম জুন মাস দেখেছে দেশ, ২০১৯ সালের জুন মাস সেই তালিকায় পড়ে গিয়েছে। অর্থাৎ বর্ষার স্বাভাবিক বৃষ্টি তো দূর অস্ত, ন্যূনতম বৃষ্টির ছিঁটেফোঁটা দেখতে পাওয়াও এই জুনে কার্যত অসম্ভব হয়ে গিয়েছে। ফলে শুষ্কতম জুনের ছবিটা আরও প্রকট হয়ে গিয়েছে।

গোটা ভারতে বৃষ্টির পরিমাণ কত!

গোটা ভারতে বৃষ্টির পরিমাণ কত!

গোটা ভারতে এই জুনে বৃষ্টির পরিমাণ গড়ে ৯৭.৯ মিলিমিটার। যেখানে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ গড়ে ১৫১.১ মিলিমিটার (২৮ জুন পর্যন্ত) থাকা উচিত। ১৯২০ সালের পর থেকে কেবলমাত্র ২০০৯,২০১৪, ১৯২৬, ১৯২৩ সালে দেশের বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিকের থেকে অত্যন্ত কম।

 বৃষ্টি ফিরবে কবে?

বৃষ্টি ফিরবে কবে?

আবহাওয়া দফতর যেমন আশঙ্কার কথা শোনাচ্ছে, তেমনই আশার বাণীও দিয়েছে। জুন মাস শুষ্ক কাটলেও জুলাই মাস ভরিয়ে দেবে ! ৩০ জুনের পর থেকে গোটা দেশে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হতে চলেছে। উত্তর পশ্চিম ও পশ্চিম ভারতে ঝেঁপে নামতে চলেছে বর্ষা।

English summary
In 100 years this June set to be among the five driest.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X