For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পরমাণু যুদ্ধের ফাঁকা আওয়াজ বন্ধ করুন ইমরান', ঝাঁঝালো তোপ বিজেপির মুক্তার আব্বাস নকভির

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত সোমবারই জানিয়েছিলেন কাশ্মীরিদের স্বার্থে তিনি যেকোনও লক্ষ্যে এগিয়ে যেতে পারেন। কার্যত পরমাণু যুদ্ধের হুঁশিয়ারিই শোনা গিয়েছিল পাক প্রধানমন্ত্রীর গলায়।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত সোমবারই জানিয়েছিলেন কাশ্মীরিদের স্বার্থে তিনি যেকোনও লক্ষ্যে এগিয়ে যেতে পারেন। কার্যত পরমাণু যুদ্ধের হুঁশিয়ারিই শোনা গিয়েছিল পাক প্রধানমন্ত্রীর গলায়। এরপর একই সুরে সুর মিলিয়ে কথা বলেন সেদেশের বিদেশমন্ত্রী মেহমুদ কুরেশি। এরপর ভারতের কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভিও পাকিস্তানি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন।

নকভির দাবি

নকভির দাবি

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নকভি বলেন, ' তাঁর (ইমরানের) উচিত ফাঁকা হুমকি বন্ধ করা। তার চেয়ে নিজের দেশের দিকে তাকান ইমরান খান। তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে যে, তিনি সন্ত্রাসবাদকে সমর্থন করবেন নাকি, বিশ্বের পাশে দাঁড়াবেন।'

নকভি আরও যা বলেন..

নকভি আরও যা বলেন..

নকভি জানান, যখন গোটা বিশ্ব একদিকে তখন সন্ত্রাসবাদের সমর্থন করে পাকিস্তান এক ঘরে হয়ে গিয়েছে। তিনি বলেন, পাকিস্তান অবসাদে ভুগছে। আর সেই জন্যই বিশ্বের বিভিন্ন দেশে দরবার করছেন ইমরান ।

 ইমরান কী বলেছিলেন?

ইমরান কী বলেছিলেন?

ইমরান খান, এর আগে জানিয়েছিলেন, 'যদি এই লড়াই (কাশ্মীর) যুদ্ধের দিকে এগিয়ে যায়, তাহলে দুটি দেশকেই পরমাণু যুদ্ধের সাহায্য নিতে হবে। এর প্রভাব বিশ্ব জুড়ে পড়বে। বিশ্বের শক্তিধর দেশগুলির প্রচুর দায়িত্ব আছে। তাঁরা আমাদের সমর্থন করল নাকি করল না, তা বাদ দিয়েই বলতে পারি, পাকিস্তান সমস্ত পর্যায়ে পর্যন্ত যাবে। '

[আরও পড়ুন:বাড়াবাড়ি করলে এমন মার দেব সোজা জঙ্গলমহলে গিয়ে পড়বেন, বেঁফাস মন্তব্য দিলীপের][আরও পড়ুন:বাড়াবাড়ি করলে এমন মার দেব সোজা জঙ্গলমহলে গিয়ে পড়বেন, বেঁফাস মন্তব্য দিলীপের]

English summary
Imran Khan should stop making empty threats says Naqvi on Pakistan's nuke warning.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X