For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ প্রয়োজন, এয়ারো ইন্ডিয়ার উদ্বোধনে জানালেন মোদী

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৮ ফেব্রুয়ারি : এয়ারো ইন্ডিয়া ২০১৫-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বেঙ্গালুরুতে এই প্রদর্শনীর উদ্বোধনের পর দেশের প্রতিরক্ষা নিয়ে নিজের বক্তৃতায় বেশ কিছু গুরুত্বরূর্ণ বিষয় তুলে ধরলেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা প্রস্তুতি আরও বাড়াতে হবে বলেও মন্তব্য করেন মোদী।

প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ প্রয়োজন, এয়ারো ইন্ডিয়ার উদ্বোধনে জানালেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের ১০ টি গুরুত্বপূর্ণ বিষয়

১. আমাদের প্রতিরক্ষা প্রস্তুতি আরও বাড়তে হবে। আমাদের প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের প্রয়োজনীয়তা রয়েছে।

২. প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে আমরা এক নম্বর হতে চাই না। এখনও আমাদের প্রতিরক্ষা সরঞ্জামের ৬০ শতাংশই বাইরে থেকে আমদানি করা হয়।

৩. যদি আগামী ৫ বছরে আমারা আমাদের দেশে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির পরিমাণ ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ করতে পারি তাহলে প্রতিরক্ষা শিল্পে আমাদের অবদান দ্বিগুন হয়ে যাবে।

৪. আমরা এমন একটা শিল্প তৈরি করতে চাই যা হবে গতিশীল। আমরা ভারতের প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন চাই। আর সেই কারণেই এটি 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের কেন্দ্র বিন্দু।

৫. যদি আমরা ভারতকে উৎপাদন ক্ষেত্রে রূপান্তর করতে পারি তাহলে আমাদের প্রতিরক্ষা শিল্পও অনেক বেশি সাফল্য পাবে।

প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ প্রয়োজন, এয়ারো ইন্ডিয়ার উদ্বোধনে জানালেন মোদী


৬. আমাদের বিজ্ঞানী, সেনাবাহিনী, অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের গবেষণার কাজে আরও ভাবে নিযুক্ত করতে হবে। সরকারের বাইরে বেরিয়েও গবেষণা ও উন্নয়নের কাজ করতে হবে, এমনকী সশস্ত্র বাহিনীকেও এই কাজে সংযুক্ত করতে হবে।

৭. আমাদের 'পাবলিক সেক্টর'এর বর্তমান যা অবস্থা, উন্নতিসাধনে তার থেকে অনেক বেশি কিছু প্রয়োজন।

৮. আমাদের প্রক্রিয়াকরণ পদ্ধতির সরলীকরণ করতে হবে, এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আসতে হবে।

৯. আমদানির সঙ্গে তুলনা করে দেখতে গেলে আমাদের নিশ্চিত করতে হবে এদেশে উৎপাদনের ক্ষেত্রে কর ব্যবস্থার যেন সামঞ্জস্য থাকে।

১০. ভারতে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে তুললে তা শুধু ভারতকে আরও নিরাপদ করবে তাই নয় বরং আরও সমৃদ্ধশালীও করবে।

English summary
Important to modernise defence forces: Narendra Modi at Aero Show
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X