For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে বিশেষ মর্যাদা রদ থেকে ব্যাঙ্ক সংযুক্তিকরণ! প্রথম ১০০ দিনে মোদীর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি

শনিবার দ্বিতীয় মোদী সরকার ১০০ সম্পূর্ণ করেছে। এই ১০০ দিন সাফল্যের বলে প্রচারে জানান দিয়েছে বিজেপি। যার মধ্যে রয়েছে সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তি থেকে সংসদেতিন তালাক বিরোধী বিল পাশ।

  • |
Google Oneindia Bengali News

শনিবার দ্বিতীয় মোদী সরকার ১০০ দিন সম্পূর্ণ করেছে। এই ১০০ দিন সাফল্যের বলে প্রচারে জানান দিয়েছে বিজেপি। যার মধ্যে রয়েছে সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তি থেকে সংসদে তিন তালাক বিরোধী বিল পাশ। শক্তিশালী করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনকে। অন্যদিকে, এনআরসির চূড়ান্ত তালিকা বেরিয়েছে অসমে। সরকারের তরফ থেকে অর্থনীতিকে শক্তিশালী করার অঙ্গ হিসেবে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিকে সংযুক্তি করণের কথা জানানো হয়েছে।

সংবিধানের ৩৭০ ধারা রদ ও জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করা

সংবিধানের ৩৭০ ধারা রদ ও জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করা

দ্বিতীয় মোদী সরকারের প্রথম ১০০ দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয়, সংবিধানের ৩৭০ ধারা রদ ও জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করাকে। এতদিন পপ্যন্ত
৩৭০ ধারার মাধ্যমে জম্মু ও কাশ্মীর বিশেষ মর্যাদা পেত। ১৯৮৪ সাল থেকে বিজেপির নির্বাচনী ইস্তেহারে ৩৭০ ধারা বাতিলের কথা লেখা হত। এই ধারা তুলে দেওয়ার ফলে,
সারা দেশের সম্পত্তি আইন, ফৌজদারি আইন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় আইনগুলি এই রাজ্যে বলবত করা যাবে।

এছাড়াও রাজ্যকে দ্বিথণ্ডিত করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, দুটি কেন্দ্রশাসিত অঞ্চলও তৈরি করা হয়েছে। এর ফলে লাদাখের দীর্ঘদিনের দাবি পূরণ করা হল।

 সংসদে পাশ তিনতালাক বিরোধী বিল

সংসদে পাশ তিনতালাক বিরোধী বিল

মোদী ২ সরকারের অপর উল্লেখযোগ্য পদক্ষেপ হল তিন তালাক বিরোধী বিল পাশ করানো। তিন তালাক দেওয়া এখন ফৌজদারি অপরাধ বলে গণ্য হয়। ২০১৯-এর লোকসভা
নির্বাচনের ইস্তেহারে তিন তালাক বিরোধী আইন পাশের কথা বলা হয়েছিল।

শক্তিশালী সন্ত্রাস বিরোধী আইন

শক্তিশালী সন্ত্রাস বিরোধী আইন

মোদী ২ সরকার সন্ত্রাস বিরোধী আইনকে শক্তিশালী করেছে। এর জন্য ইউএপিএ আইনকে সংশোধন করা হয়েছে। জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছে মাসুদ আজহার, হাফিজ সইদ, দাউদ ইব্রাহিম এবং জাকিউর রহমান লকভিকে।

ব্যাঙ্ক সংযুক্তিকরণ

ব্যাঙ্ক সংযুক্তিকরণ

২০২৫ নাগাদ ভারতের অর্থনীতি হবে ৫ ট্রিলিয়ন ডলারের। সরকারের এই দাবির মধ্যেই অর্থনীতিতে মন্দার অভিযোগ করছেন বিরোধী নেতারা। তা মানতে নারাজ সরকার পক্ষ। জিডিপি
নেমে গিয়েছে ছয় বছরের সর্বনিম্নে, ৫ শতাংশে। এরইমধ্যে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ৭০ হাজার কোটি টাকা দেওয়ার পাশাপাশি ১০ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের কথা ঘোষণা করছে
সরকার।

কৃষকদের প্রকল্পগুলিকে প্রসারিত করা হয়েছে

কৃষকদের প্রকল্পগুলিকে প্রসারিত করা হয়েছে

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাকে আরও প্রসারিত করা হয়েছে। দেশের সব কৃষকদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ফলে নতুন করে ৩.৪৪ কোটি
কৃষককে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এখন এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রায় ৬.৩৭ কোটি কৃষক। ছোট এব প্রান্তিক কৃষকদের কাছে প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনার সুবিধা পৌঁছে
দেওয়ার ব্যাপারেও সরকার তার প্রতিশ্রুতি রেখেছে বলে দাবি করা হয়েছে।

<strong>[নমামী গঙ্গা প্রকল্পের খরচ যোগাতে পাওয়া উপহার নিলামে তুলছেন মোদী]</strong>[নমামী গঙ্গা প্রকল্পের খরচ যোগাতে পাওয়া উপহার নিলামে তুলছেন মোদী]

[মেদিনীপুরে মাথা থেঁতলে খুন, কারণ নিয়ে ধোঁয়াশা][মেদিনীপুরে মাথা থেঁতলে খুন, কারণ নিয়ে ধোঁয়াশা]

English summary
Important decisions of Modi 2 Govt in first 100 days in office. Excepting revoke article 370, there was triple talaq bill and bank mergers has done by the govt.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X