For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আর্থিক বৃদ্ধি আশাতীত না হলেও ভারত এখনও চিনের থেকে এগিয়ে', দাবি আইএমএফ-এর

'ভারতের আর্থিক বৃদ্ধি আশাতীত না হলেও চিনের থেকে এগিয়ে'

  • |
Google Oneindia Bengali News

ভারতে অটোমোবাইল সেক্টর নিয়ে ক্রমাগত সমালোচনার মুখে পড়ছে নরেন্দ্র মোদী সরকার। আর্থিক পরিস্থিতি নিয়ে বারবার তোপের মুখে পড়ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এমন এক পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের তরফে পেশ করা হল নয়া রিপোর্ট।

ভারতের আর্থিক বৃদ্ধি আশাতীত না হলেও চিনের থেকে এগিয়ে, দাবি আইএমএফ-এর

IMF এর তরফে পেশ করা রিপোর্টে বলা হয়েছে, যতটা আশা করা হয়েছিল ভারতের আর্থিক বৃদ্ধি তার তুলনায় অনেকটাই শ্লথগতিতে এগিয়ে চলেছে। আর এর জন্য দায়ী পরিবেশগত ও কর্পোরেট সেক্টরে বেড়ে চলা অনিশ্চয়তা। যার ফলে ব্যাঙ্কিং সেক্টরের বাইরে থাকা আর্থিক সংস্থাগুলির পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে। আইএমএফ-এর তরফে মুখপাত্র গেরি রাইস এমনই তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, জুলাই ২০১৯ থেকে ২০২০ পর্যন্ত ভারতের আর্থিক পরিস্থিতি নিয়ে যে যা সম্ভাব্য পরিসংখ্যান আইএমএফ দিয়েছিল, তার থেকে ০.৩ শতাংশ কম দেখাচ্ছে দুটি বছরের আর্থিক বৃদ্ধির হিসেব। তবে আশাতীত আর্থিক বৃদ্ধি না হলেও, চিনের থেকে ভারতের আর্থিক বৃদ্ধির পরিস্থিতি অনেকটাই এগিয়ে।

গত অগাস্টে ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একটি সাংবাদিক বৈঠক করেন। তাতে কেন্দ্র অর্থনীতির হাল পুনরুদ্ধারে কী কী ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে তা ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন, কেন্দ্র অর্থনৈতিক সংষ্কারের মধ্য দিয়ে এগোচ্ছে। এমন এইভাবেই অর্থনৈতিকভাবে ভারত আরও শক্তিশালী জায়গায় পৌঁছে যাবে।

তারপরই জিডিপির বৃদ্ধির হার প্রকাশিত হয় এবং তাতে দেখা যায়, গত কয়েকবছরে সর্বনিম্ন জিডিপি বৃদ্ধির হার পরিলক্ষিত হয়েছে। জিডিপি নেমে গিয়েছে ৫ শতাংশে। যা আগের বছরগুলির তুলনায় অনেকটাই কম। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশের আর্থিক দুরবস্থার কথা স্বীকার করতে রাজি হননি। বরং দাবি করেছেন, উন্নত দেশগুলির চেয়ে ভারত অনেক ভালো জায়গায় রয়েছে।

English summary
IMF says, India’s growth ‘much weaker’ than expected, still much ahead of China.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X