For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সত্যি হল মোদীর দাবি! নয়া কৃষি আইনকে 'ফুল মার্কস' আন্তর্জাতিক মুদ্রা তহবিলের

Google Oneindia Bengali News

ভারতের নয়া কৃষি আইন এদেশে কৃষিক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য় সম্ভাবনাময় একটি পদক্ষেপ৷ এমনই মনে করছে ইন্টারন্য়াশনাল মানিটারি ফান্ড৷ তবে এই আইনের ফলে যে পরিবর্তন আসবে, তাতে যাঁরা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন, তাঁদের সুরক্ষার ব্যবস্থাও করা দরকার৷ উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকে এই দাবি করে এসেছিলেন।

সমাধান সূত্র বের করার চেষ্টা চালাবে কেন্দ্র

সমাধান সূত্র বের করার চেষ্টা চালাবে কেন্দ্র

আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের নবমবার আলোচনায় বসার দিনেই আইএমএফের এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ কৃষি আইন নিয়ে এই আলোচনায় সমাধান সূত্র বের করার চেষ্টা চালাবে কেন্দ্রীয় সরকার৷

সরাসরি আইন প্রত্য়াহারের দাবিতে অনড় প্রতিবাদীরা

সরাসরি আইন প্রত্য়াহারের দাবিতে অনড় প্রতিবাদীরা

তবে, আন্দোলনকারী কৃষকরা সরাসরি আইন প্রত্য়াহারের দাবিতেই অনড় থাকায় একের পর এক আলোচনা ব্যর্থ হচ্ছে৷ আর এ প্রসঙ্গে আইএমএফের কমিউনিকেশন অধিকর্তা গ্য়ারি রাইস বলেন, 'ভারতে কৃষিক্ষেত্রে প্রভূত উন্নতির জন্য় নয়া এই আইন খুবই সম্ভাবনাময়৷'

'মধ্যপন্থীদের সরিয়ে কৃষকরা ফসলের সর্বোচ্চ দাম পাবেন'

'মধ্যপন্থীদের সরিয়ে কৃষকরা ফসলের সর্বোচ্চ দাম পাবেন'

পাশাপাশি তিনি বলেন, 'এই আইনের ফলে কৃষকরা সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হতে পারবেন৷ এতে করে মধ্যপন্থীদের সরিয়ে কৃষকরা ফসলের সর্বোচ্চ দাম পাবেন৷' তবে রাইস মনে করেন, এই বিশাল পরিবর্তনের ফলে যে সব কৃষক সবচেয়ে বেশি সমস্য়ায় পড়বেন, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে৷

কৃষি আইনগুলি সংশোধনের প্রস্তাবনা

কৃষি আইনগুলি সংশোধনের প্রস্তাবনা

প্রসঙ্গত, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানীর বাইরে চলছে বিক্ষোভ। টানা দেড় মাস হয়ে গেল দিল্লির সীমান্তে প্রতিবাদ-অবস্থান করছেন কৃষকরা। বাড়তে থাকা অসন্তোষের জেরে কেন্দ্রীয় সরকার একাধিকবার বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছে। দফায় দফায় তাদের মধ্যে বৈঠক হয়েছে। তবে অষ্টম দফার বৈঠকের পরও কোনও সমাধানসূত্র বেরোয়নি। কৃষকরা বারবার কৃষি আইনগুলি প্রত্যাহারের দাবি তুলেছেন। কিন্তু কেন্দ্র তাতে রাজি নয়। পরিবর্তে কৃষি আইনগুলি সংশোধনের প্রস্তাব দিয়েছে তারা।

English summary
IMF lauds Centre's new farm laws amid opposition from farmers of Punjab at Delhi border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X