For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাণিজ্য যুদ্ধে জড়াবেন না, বিশ্ব অর্থনীতির কঠিন ভবিষ্যতের পূর্বাভাস আইএমএফ প্রধানের

অবস্থা ভাল নয়, ভাল পথে এগোচ্ছেও নয়। আরও কঠিন পরিস্থিতির দিকে ঢলে পড়ছে গোটা বিশ্ব। করোনা ভাইরাসের লকডাউনের জেরে বিশ্ব অর্থনীতি নিয়ে এমনই আশঙ্কার কথা জানাল আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান।

Google Oneindia Bengali News

অবস্থা ভাল নয়, ভাল পথে এগোচ্ছেও নয়। আরও কঠিন পরিস্থিতির দিকে ঢলে পড়ছে গোটা বিশ্ব। করোনা ভাইরাসের লকডাউনের জেরে বিশ্ব অর্থনীতি নিয়ে এমনই আশঙ্কার কথা জানাল আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান।

করোনা লকডাউনের প্রভাব অর্থনীতিতে

করোনা লকডাউনের প্রভাব অর্থনীতিতে

গোটা বিশ্ব জুড়ে করোনা ত্রাস তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে অর্থনীতিতে। গোটা বিশ্বের অধিকাংশ দেশই করোনার গ্রাসে। যার জেরে অর্থনীতি একেবারে থমকে গিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য প্রায় বন্ধ বললেই চলে। যার জেরে আমেরিকা, রাশিয়া, ব্রিটেনের মত প্রথম সারির দেশগুলিও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছে।

 সকর্ত করল আইএমএফ

সকর্ত করল আইএমএফ

করোনা পরিস্থিতিতে যে বিশ্ব অর্থনীতি চরম ধাক্কা খেয়েছে সেকথা আগেই জানিয়েছিলেন আইএমএফ প্রধান ক্রিশ্টালিনা জর্জিভা। একাধিক দেশের অর্থনীতি তলানিতে এসে ঠেকেছে। সম্প্রতি ইউরোপীয়ান বিশ্ববিদ্যালয়ে একটি অনলাইনে একটি আলোচনা চালাচ্ছিলেন তিনি। সেখানেই তিনি বলেছিলেন, বিশ্বের আর্থিক বৃদ্ধি ৩ শতাংশ কমবে।

 আর্থিক মন্দার পথে ভারত

আর্থিক মন্দার পথে ভারত

করোনা সংকট শুরু হওয়ার পরেই আইএমএফ প্রধান সতর্ক করেছিলেন গোটা বিশ্বে চরম অার্থিক মন্দা তৈরি হবে যা ১৯৩০ সালের পর কখনও হয়নি। বাড়বে বেকারত্ব। একাধিক দেশের গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়বে। আন্তর্জাতিক বাণিজ্যে ঘাটতি দেখা দেবে।

চিন-আমেরিকার বাণিজ্য যুদ্ধ

চিন-আমেরিকার বাণিজ্য যুদ্ধ

করোনা পরিস্থিতির জন্য চিনকে দায়ী করে আমেরিকা একাধিকবার ফুঁসে উঠেছে। মার্কিন স্বরাষ্ট্র সচিব সরাসরি চিনকে হুমকি দিয়ে জানিয়েছেন এর মাশুল জিনপিং সরকারকে গুণতে হবে। এতে নতুন করে মাথাচারা দিচ্ছে দুই দেশের বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা। তাতে প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে।

English summary
IMF chief warn poor economic growth in world due to coronavirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X