For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আয় বাড়বে কৃষকদের! কৃষি আইনের পক্ষে দাঁড়িয়ে জোরালো সওয়াল আইএমএফ প্রধানের

আয় বাড়বে কৃষকদের! কৃষি আইনের পক্ষে দাঁড়িয়ে জোরালো সওয়াল আইএমএফ প্রধানের

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই সদ্য পাশ হওয়া কেন্দ্রের কৃষি আইনের পক্ষে দাঁড়িয়ে জোরালো সওয়াল করতে দেখা গিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ-কে। এবার মোদী সরকার প্রণীত কৃষি আইনের সমর্থনেই মুখ খুলতে দেখা গেল আইএমএফ প্রধান গীতা গোপীনাথকে। তবে এই আইন প্রণয়নের পাশাপাশি কৃষকদের সামাজিক নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে। এছাড়াও মোদী সরকারকে কৃষি আইন সংক্রান্ত একাধিক পরামর্শও দেন তিনি।

আয় বাড়বে কৃষকদের! কৃষি আইনের পক্ষে দাঁড়িয়ে জোরালো সওয়াল আইএমএফ প্রধানের

এদিকে সম্প্রতি ওয়াশিংটনে এই নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন আইএমএফ কমিউনিকেশনস ডিরেক্টর জেরি রাইস। তাকে বলতে শোনা যায়, ''আমাদের মতে, কৃষিক্ষেত্রে সংস্কারসাধনের জন্য এই পদক্ষেপ অত্যন্ত উল্লেখযোগ্য। নয়া আইন কার্যকর হলে সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করতে পারবেন কৃষকরা। দালালদের রমরমা কমবে এবং গ্রামীণ এলাকাগুলিতে উন্নয়ন ঘটবে। আয়ও বাড়বে কৃষকদের। ’’ তবে এই আইন প্রণয়ন হলে যে অনেকের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সে কথাও সেই সময় তিনি স্বীকার করে নেন তিনি।

অন্যদিকে নয়া কৃষি আইন নিয়ে আইএমএফ প্রধান গীতা গোপীনাথকে বলতে শোনা যায়, “এই আইন পাইকারি বাজার আর কৃষকদের মধ্যিকার ফড়েদের বিনাশ করবে। সরাসরি বাজারে সব্জি-শস্য বেচতে পারবেন কৃষকরা। ” তবে তাঁর মতে, “প্রতি সংস্কারে একটা রূপান্তর খরচ লাগে। তাই সরকারকে নিশ্চিত করতে এঁই ক্ষেত্রে যাতে কোনও কৃষক প্রতারিত হতে নয়। এমনকী সামাজিক বঞ্চনার বিষয়গুলিও সর্বত ভাবে স্বীকার করতে। তাই আলোচনার রাস্তাতেই বর্তমান অবস্থার সমাধান করতে হবে।”

রণক্ষেত্র বিজেপি শাসিত ত্রিপুরার আগরতলা! বিপ্লব দেবের বাসভবন ঘেরাও বিক্ষুব্ধ শিক্ষকদের, আহত ৪০ রণক্ষেত্র বিজেপি শাসিত ত্রিপুরার আগরতলা! বিপ্লব দেবের বাসভবন ঘেরাও বিক্ষুব্ধ শিক্ষকদের, আহত ৪০

English summary
imf chief said the new agricultural law would increase farmers incomes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X