For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের দরবারে কাঠুয়া-উন্নাও! মোদীকে যে বার্তা দিলেন আইএমএফ প্রধান

জম্মু কাশ্মীরের কাঠুয়া এবং উত্তর প্রদেশের উন্নাও কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আইএমএফ প্রধান ক্রিসটাইন ল্যাগার্ডে। এই ধরনের ঘটনা বন্ধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ভারতের প্রশাসন নজর দেবে।

  • |
Google Oneindia Bengali News

জম্মু কাশ্মীরের কাঠুয়া এবং উত্তর প্রদেশের উন্নাও কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আইএমএফ প্রধান ক্রিসটাইন ল্যাগার্ডে। এই ধরনের ঘটনা বন্ধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ভারতের প্রশাসন নজর দেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বিশ্বের দরবারে কাঠুয়া-উন্নাও! মোদীকে যে বার্তা দিলেন আইএমএফ প্রধান

কাঠুয়া এবং উন্নাও কাণ্ডের পর সারা দেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সংগঠিত হয়েছে। যার প্রভাব ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশেও। তারই প্রমাণ আইএমএফ প্রধানের এই বার্তা।

আইএমএফ প্রধান ক্রিসটাইন ল্যাগার্ডে বলেছেন ভারতে যা ঘটছে, তা বিরক্তিকর। ভারতের প্রশাসন, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের ঘটনা বন্ধ করতে ব্যবস্থা নেবেন। একইসঙ্গে ভারতের মহিলাদের প্রতিও আরও বেশি নজর দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

আইএমএফ প্রধান তার সঙ্গে মোদীর কথোপকথনের কথাও উল্লেখ করেছেন। ভারতের মহিলাদের সম্পর্কে বিশেষ কিছুই বলেননি প্রধানমন্ত্রী মোদী। দাভোসে প্রধানমন্ত্রী মোদীর ভাষণের পর তাঁকে
এই কথাই বলেছিলেন আইএমএফ প্রধান।

তবে এই অবস্থান সম্পর্কেও জানিয়েছেন আইএমএফ প্রধান ক্রিসটাইন ল্যাগার্ডে। পুরোটাই তাঁর ব্যক্তিগত মত বলেই জানিয়েছেন তিনি। এটা যে আইএমএফ-এর অবস্থান নয় তা পরিষ্কার করে দিয়েছেন তিনি।

English summary
IMF chief express her dissatisfaction over the Kathua and Unnao like incident in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X