For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উৎসবের মরশুমেই ৪ রাজ্যে টানা ৫ দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস! সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের

দক্ষিণ-পশ্চিম মৌসুমী ( South West Monsoon) বায়ু দেশ থেকে বিদায় নিয়েছে। সারা দেশ জুড়েই চলছে উৎসবের মরশুম। এরই মধ্যে দক্ষিণের চার রাজ্যে আগামী কয়েকজন ভারী বৃষ্টি (heavy rainfall) হতে পারে। এমনই সতর্কবার্তা জারি করেছে আ

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ-পশ্চিম মৌসুমী ( South West Monsoon) বায়ু দেশ থেকে বিদায় নিয়েছে। সারা দেশ জুড়েই চলছে উৎসবের মরশুম। এরই মধ্যে দক্ষিণের চার রাজ্যে আগামী কয়েকজন ভারী বৃষ্টি (heavy rainfall) হতে পারে। এমনই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। সেখানে এই মুহূর্তে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু (North East Monsoon)সক্রিয় রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল অন্ধ্রপ্রদেশ, কেরল এবং তামিলনাড়ুতে। রাজ্যগুলিতে নভেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। সতর্কবার্তায় বলা হয়েছে, উপকূল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল, দক্ষিণ কর্নাটকে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে।
বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে তেলেঙ্গানা, লাক্ষাদ্বীপ, রায়ালসীমা, ওড়িশা, উপকূল কর্নাটকেও।

ছয় নভেম্বর

ছয় নভেম্বর

ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ কর্নাটক, দক্ষিণ কোঙ্কন ও গোয়া, উপকূল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে কোঙ্কন ও গোয়ায় কোনও কোনও জায়গায়। এছাড়াও মধ্য মহারাষ্ট্র, উপকূল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম, রায়ালসীমা, উপকূল কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহে, লাক্ষাদ্বীপেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য আরব সাগরে। দেশের পশ্চিম উপকূল জুড়েই এই পরিস্থিতি তৈরি হতে পারে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে।

সাত নভেম্বর

সাত নভেম্বর

উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ কোঙ্কন, গোয়া, দক্ষিণ মধ্য মহারাষ্ট্র, উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমা, উপপকূল ও দক্ষিণ কর্নাটক, তামিলনাড়ু, দুপুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে। সর্বোচ্চ ঘন্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ-পূর্ব, পূর্ব মধ্য এবং উত্তর-পূর্ব আরব সাগরে। উত্তর কর্নাটক এবং মহারাষ্ট্র উপকূলে একই পরিস্থিতি তৈরি হতে পারে। যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আট নভেম্বর

আট নভেম্বর

বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে। বজ্রবিদ্যুতের সঙ্গে ঝড় হতে পারে উপকূল কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে। সর্বোচ্চ ঘন্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ-পূর্ব, পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব আরব সাগরে। উত্তর কর্নাটক এবং মহারাষ্ট্র উপকূলে একই পরিস্থিতি তৈরি হতে পারে। যা নিয়ে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

 ৯ নভেম্বর

৯ নভেম্বর

বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কাড়াইকালে। ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে উপকূল কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে। সর্বোচ্চ ঘন্টায় ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে। এদিনও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

১০ নভেম্বর

১০ নভেম্বর

বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, দুপুচেরি, কাড়াইকালে। এছাড়া আন্দামান ও নিকোবরে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের সঙ্গে ঝড় হতে পারে উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে। সর্বোচ্চ ঘন্টায় ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন পূর্ব-মধ্য আরব সাগরে। এইসব জায়গায় ওইদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

তথাগতকে দল ছাড়তে বললেন দিলীপ! 'লজ্জা' নিয়ে ভিন্ন সুর সুকান্ত-লকেটের, রদবদল ইঙ্গিতে জল্পনাতথাগতকে দল ছাড়তে বললেন দিলীপ! 'লজ্জা' নিয়ে ভিন্ন সুর সুকান্ত-লকেটের, রদবদল ইঙ্গিতে জল্পনা

English summary
As North East monsoon active in southern states, Prediction of heavy rainfall by IMD till 10th November.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X