দশকের সবথেকে বেশি বারিধারা! বিপর্যস্ত মুম্বইকরদের জন্য লাল সতর্কতা আবহাওয়া দফতরের
মুম্বইয়ে প্রবল বৃষ্টিতে পাঁচিল ধসে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় আহতের সংখ্যা ১৭। বাণিজ্যিক রাজধানীতে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। বিমান চলাচলের বিঘ্ন। ইতি মধ্যে বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে। শহরে গত ২৪ ঘন্টায় যে বৃষ্টি হয়েছে তা এক দশকের মধ্যে সব থেকে বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও পরবর্তী ২৪ ঘন্টার জন্য শহরবাসীর জন্য আরও সতর্কতা জারি করেছে। পরিষ্কারভাবে বলতে গেলে লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিন সকালে মুম্বই কর্পোরেশনের কন্ট্রোলরুম পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
|
সাহায্যে নৌসেনা
পুরসভাকে সাহায্যের জন্য নৌসেনার তরফে বেশ কয়েকটি টিমকে পাঠানো হয়েছে। আটকে পড়া মানুষজনকে উদ্ধারে তারাও হাত লাগাবেন।
|
মালাডে পাঁচিল ধসে মৃত্যু ১৩ জনের
মালাড ইস্টে ঝুপড়ির ওপর পাঁচিল ধসে পড়ায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। উদ্ধারে হাত লাগায় এনডিআরএফ টিম।
|
ট্রেন চলাচল বন্ধ, বিঘ্ন বিমান চলাচল
রেললাইনে জন জমে যাওয়া মুম্বইয়ে শহর শহরতলী এবং দুরপাল্লার ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল রেল। অন্যদিকে রানওয়েতে বিমান অবতরণের সময় পিছলে যাওয়ায় প্রধান রানওয়ে বন্ধ। ফলে বেশ কিছু বিমান বাতিল করে দেওয়া হয়েছে। বেশ কিছু বিমানকে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়।
|
আবহাওয়া দফতরের সতর্কতা
পরবর্তী ২৪ ঘন্টার জন্য শহরবাসীর জন্য আরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।