For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য স্থির করল 'ইয়াস', বুধবার সকালেই ল্যান্ডফল ধামড়া পোর্টে, রাত কাটানোই বড় পরীক্ষা বালেশ্বর-ভদ্রকের

লক্ষ্য স্থির করল 'ইয়াস', বুধবার সকালেই ল্যান্ডফল ধামড়া পোর্টে, রাত কাটানোই বড় পরীক্ষা বালেশ্বর-ভদ্রকের

Google Oneindia Bengali News

লক্ষ্য স্থির করে ফেলেছে ইয়াস। আর দোটানা নেই। একেবারে ধামড়া পোর্টেই ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় ইয়াস। ৫০০ বছরের প্রাচীণ বন্দর। এখন ভীষণ ভাবে সক্রিয়। ইয়াসে কী তাণ্ডব চালাবে এই বন্দরে সেই আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন এখানকার বাসিন্দারা। এই বন্দরেই সঙ্গেই জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের রুটিরুজি।

 ধামড়া পোর্টই লক্ষ্য

ধামড়া পোর্টই লক্ষ্য

৫০০ বছরের প্রাচীণ ওড়িশার ধামড়া পোর্ট। এই বন্দর এখনও ভীষণভাবে সক্রিয়। একাধিক অত্যাধুনিক মেশিনারি রয়েছে বন্দরে। অসংখ্য মানুষের রুটিরুজি জড়িয়ে রয়েছে এই বন্দরের সঙ্গে। এদিকে এই ধামড়া পোর্টকে টার্গেট করেই এগোচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস। ঘণ্টায় ১৮০ থেকে ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে স্থলভাগে। আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন এখানকার বাসিন্দারা।

 রাত কাটানোই দুষ্কর

রাত কাটানোই দুষ্কর

ধামড়া পোর্টের কাছেই রয়েছে বালেশ্বর ও ভদ্রক। আঁধার নামতেই কালো হয়ে রয়েছে ধামড়া পোর্টের আকাশ। বাড়ছে হাওয়ার তীব্রতা। ততটাই তীব্র হচ্ছে সমুদ্র। উত্তাল ঢেউয়ের সঙ্গে কালো দম ধরা আকাশ। থমথম করঠে চারিদিক। ঝড়ের আগের নিস্তব্ধতা েযন আকাশেবাতাসে। আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন বালেশ্বর ভদ্রকের বাসিন্দারা। ভোের আলোয় ভয়ঙ্কর এক পরিস্থিতি অপেক্ষা করছে তাঁদের জন্য।

উত্তাল দিঘার সমুদ্র

উত্তাল দিঘার সমুদ্র

বালেশ্বর থেকে ১০০ কিলোমিটার দূরেই অবস্থান দিঘার। দুপুর থেকেই দিঘার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। গার্ড ওয়াল ছাপিয়ে গিয়েছে সমুদ্রের ঢেউ। তীব্র জলোচ্ছ্বাসে ভয় ধরাচ্ছে। রাতে সমুদ্র আরও উত্তাল হবে। একে ইয়াস তার উপরে পূর্ণিমার ভরা কোটাল। দুয়ের দাপটে জল উপচে পড়ছে সমুদ্র। বালেশ্বরের কাছে ইয়াস আছড়ে পড়লে তার ঝাপটায় যে দিঘাও আসবে তাতে কোনও সন্দেহ নেই।

 কখন ল্যান্ডফল

কখন ল্যান্ডফল

আবহাওয়া ফিস জানাচ্ছে সকাল ৮টা থেকে শুরু হবে ইয়াসের ল্যান্ডফল। সকাল ১১টা থেকে ইয়াসের চোখ স্থলভাগে প্রবেশ করতে শুরু করবে। ল্যান্ডফলের সূচনালগ্নে ঝড়ের তীব্রতা থাকবে ঘণ্টায় ১৮০-১৮৫ কিলোমিটার।
দুপুর ১টা পর্যন্ত ইয়াসের চোখ ল্যান্ডফল করবে। ল্যাণ্ড ফল শেষ করতে করতে বিকেল ৫টা বেজে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

English summary
IMD says Cyclone 'Yaas' Will Now Make Landfall Near Odisha's Dhamra Port
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X