For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Cyclone Jawad: পুরীর কাছে এসেই গতিপথ পরিবর্তন! কোন পথে ঘূর্ণিঝড় জাওয়াদ, পূর্বাভাস আবহাওয়া দফতরের

শনিবার সকাল থেকে মেঘলা আকাশ। উপকূলবর্তী এলাকায় হাল্কা বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দুপুরের দিকে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) পুরীর কাছে এসে শক্তিক্ষয় কর

  • |
Google Oneindia Bengali News

শনিবার সকাল থেকে মেঘলা আকাশ। উপকূলবর্তী এলাকায় হাল্কা বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দুপুরের দিকে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) পুরীর কাছে এসে শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে।

শনিবার ভোরে জাওয়াদের অবস্থান

শনিবার ভোরে জাওয়াদের অবস্থান

এদিন ভোরে ঘূর্ণিঝড় জাওয়াদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ঘন্টায় ছয় কিমি বেগে। ভোরে এক অবস্থান ছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ২৫০ কিমি দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৩৬০ কিমি দক্ষিণে। আর পুরী থেকে এর অবস্থান ছিল ৪৩০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। আবহবিজরা মনে করে রবিবার দুপুর নাগাদ এই ঘূর্ণিঝড় গতিপদ বদল করে পুরীর কাছে উপস্থিত হবে এবং শক্তি হারাবে। এরপর তা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে। এরপর তা আরও দুর্বল হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হবে বলেই মনে করছেন আবহবিদরা।

ঘূর্ণিঝড়ের বেগ

ঘূর্ণিঝড়ের বেগ

এদিন ভোরের দিকে ঘূর্ণিঝড় জাওয়াদের সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় ৯৫ কিমি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন রাতে এক সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় ১০৫ কিমি। তবে তারপর থেকে তার গতিবেগ কমতে থাকবে। রবিবার দুপুর নাগাদ এর সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় ৯০ কিমি। পরবর্তী সময়ে তা আরও শক্তিক্ষয় করে নিম্নচাপে পরিণত হবে। রবিবার রাতে তার গতি কমে সর্বোচ্চ ৬৫ কিমি হতে পারে। বলা ভাল পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে বাংলাদেশের দিকে যাওয়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৬৫ কিমি।

বৃষ্টিপাতের পূর্বাভাস

বৃষ্টিপাতের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, হুগলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ নভেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার সকাল থেকে বৃষ্টি কমলেও ওইদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কমলা ও হলুদ সতর্কতা

কমলা ও হলুদ সতর্কতা

  • শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওইদিনই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
  • ৫ নভেম্বর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, হুগলি জেলায়। হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।
  • ৬ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

জাতীয় রাজনীতি মাথায় রেখে বদল তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে! ভিন রাজ্যের চার প্রভাবশালীর রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনাজাতীয় রাজনীতি মাথায় রেখে বদল তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে! ভিন রাজ্যের চার প্রভাবশালীর রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনা

English summary
Cyclonic Storm ‘JAWAD’ over westcentral Bay of Bengal: Cyclone Warning for north Andhra Pradesh and Odisha coasts – Orange Message
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X