For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ঝোড়ো ইনিংস আসন্ন খুব শিগগির! বর্ষার আবহাওয়ার পূর্বাভাসে কী জানাল আইএমডি

মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ঝোড়ো ইনিংস আসন্ন খুব শিগগির! বর্ষার আবহাওয়ার পূর্বাভাসে কী জানাল আইএমডি

Google Oneindia Bengali News

জুন মাসের ১৮ তারিখ পর্যন্ত বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে ৪০ শতাংস বেশি বৃষ্টিপাত দিয়ে ইনিংস শুরু করেছিল ২০২১ সালের বর্ষা। তবে তারপর গত কয়েক দিনে খানিকটা দুর্বল হয়ে যায় বর্ষার দাপুটে বৃষ্টি। এমনই বার্তা দিচ্ছে আবহাওয়া দফতর। এদিন ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট তাদের আবহাওয়ার পূর্বাভাসে বর্ষার ভাবভঙ্গি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।

বর্ষণ এখনও বেগ পায়নি!

বর্ষণ এখনও বেগ পায়নি!

গত কয়েক দিন বাদ দিলে, কিছুদিন আগে পর্যন্তও কলকাতার রাজপথ বর্ষার প্রারম্ভই কার্যত থইথই করেছে। প্রবল বর্ষণে বিকেলগুলো মুখ ভার করে থেকেছে শহরে! এদিকে, আইএমডির তরফে জানানো হচ্ছে সারা দেশের নিরিখে বর্ষা যে গতিতে চলছে তাতে দেখা যাচ্ছে গত এক সপ্তাহে একটু বেগ হারিয়েছে বর্ষা। তবে আর কয়েকদিনের মধ্যেই তা জোরালো আকার নিতে চলেছে।

তেড়ে বৃষ্টি আসবে কবে থেকে?

তেড়ে বৃষ্টি আসবে কবে থেকে?

গত কয়েক দিন বাদ দিলে, কিছুদিন আগে পর্যন্তও কলকাতার রাজপথ বর্ষার প্রারম্ভই কার্যত থইথই করেছে। প্রবল বর্ষণে বিকেলগুলো মুখ ভার করে থেকেছে শহরে! এদিকে, আইএমডির তরফে জানানো হচ্ছে সারা দেশের নিরিখে বর্ষা যে গতিতে চলছে তাতে দেখা যাচ্ছে গত এক সপ্তাহে একটু বেগ হারিয়েছে বর্ষা। তবে আর কয়েকদিনের মধ্যেই তা জোরালো আকার নিতে চলেছে।

তেড়ে বৃষ্টি আসবে কবে থেকে?

তেড়ে বৃষ্টি আসবে কবে থেকে?

আর মাত্র দেড়টা সপ্তাহ। তারপরই পড়ছে জুলাই মাস। আইএমডি বলছে, জুলাই মাসের আগে মৌসুমী বায়ুর দাপটে বর্ষার প্রবল বর্ষণ শুরু হওয়ার কথা নয়। তবে জুলাই মাস থেকে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

দুর্বল বর্ষা এখনও!

দুর্বল বর্ষা এখনও!

আইএমডি জানিয়েছে , ভারত আপাতত বর্ষার দুর্বল 'স্পেল' এর মধ্যে রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এপর্যন্ত উত্তর পশ্তিমে দিল্লি, রাজস্থান, পাঞ্জাবের কিছু অংশ বাদ দিয়ে রীতিমতো প্রভাব বিস্তার করতে শুরু করেছে। এই সময়কালে মৌসুমী বায়ু পূর্ব, মধ্য ও উত্তর পশ্চিম সংলগ্ন ভারতর বেশ কয়েকটি জায়গায় প্রবেশ করেছে। যে ট্রেন্ড কার্যত বিরল। গত ৭ থেকে ১০ দিনে এই ট্রেন্ড দেখা গিয়েছে।

জুনের শেষ থেকেই মেজাজ নেবে বর্ষা

জুনের শেষ থেকেই মেজাজ নেবে বর্ষা

বাঙালি কবির কথায় মজার ছলে 'এমন ঘর ঘোর বরিষায়, ইলিশ ছেড়ে দাও সরিষায়' এই লাইন অনেকেই আওড়ে থাকেন বর্ষাকালে! তবে এবার যে জুলাই মাস থেকে ঘোর বর্ষণ আসতে চলেছে তার পূর্বাভাস আজই দিয়েছে আইএমডি। হাওয়া অফিস জানিয়েছে, জুন মাসের শেষ থেকেই রীতিমতো মেজা নিয়ে বর্ষা নিজের নির্ঘোষ জানান দেবে। এখনও পর্যন্ত দেশের সবকয়টি সাব ডিভিসন জানিয়েছে যে সেখানে অল্প হলেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে।

জুন থেকে সেপ্টেম্বরের পরিস্থিতি নিয়ে কী বলছে পূর্বাভাস?

জুন থেকে সেপ্টেম্বরের পরিস্থিতি নিয়ে কী বলছে পূর্বাভাস?

অর আগে আবহাওয়া দফতর জানিয়েছিল যে, বর্ষাকালের মাসগুলিতে ১০১ শতাংশ লং পিরিয়ড অ্যাভেরেজ ৮৮ সেন্টিমিটার থাকবে। এই সময়কালটি জুন থেকে সেপ্টেম্বরে থাকে। এপ্রিলেই আবহাওয়া দফতর জানিয়ে দেয় যে এবারের বর্ষা সময়কালের গড়ের নিরিখে ৯৮ শতাংশ বেশি থাকবে।

English summary
IMD predicts in weather Report Monsoon unliklely to pick up until July
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X