For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সপ্তাহ-ভর চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এক নজরে জেনে নিন চলতি সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার পর্যন্ত আগামী কয়েক দিনে ভারতে বৃহত অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Google Oneindia Bengali News

আগামী কয়েকদিনে ভারতের একটা বড় অংশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল নয়াদিল্লির মৌসুম ভবন। সোমবার আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, অসম এবং গুজরাত সহ ভারতের বেশ কিছু রাজ্যে ভারি বৃষ্টিপাত চলবে। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে প্রতিদিনই বিচ্ছিন্নভাবে চরম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল মৌসুম ভবন

গত সপ্তাহে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন স্বাভাবিক সময়ের ১৭ দিন আগেই গোটা ভারতে বর্ষা ঢুকে পড়েছে। সোমবার মৌসুম ভবনের দেওয়া পূর্বাভাসে বলে হয়েছে সোমবার থেকেই দেশের বিভিন্ন রাজ্যে ভারি বৃষ্টিপাত দেখা যাবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, অসম ও মেঘালয়ের কোনও কোনও এলাকায় চরম ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের পশ্চিমাংশে ও অরুণাচল প্রদেশেও বিচ্ছিন্নভাবে আজ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হরিয়ানার উত্তরাংশে, চণ্ডীগড়, ছত্তিশগড়, ঝাড়খন্ড, ওড়িশা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, কোঙ্কন উপকূল, গোয়া, রায়ালাসীমা, তামিলনাড়ু, লাক্ষ্মাদ্বীপ ও উপকূলীয় কর্ণাটকের বিভিন্ন স্থানেও ভারী বৃষ্টিপাতের আশা করা হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার, বিচ্ছিন্ন স্থানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত-সহ অসম ও মেঘালয়ের গোটা রাজ্যেই ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর প্রদেশের পূর্বাংশ, সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারের বিভিন্ন স্থানে। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানার উত্তরাংশ, চণ্ডীগড়, উত্তরপ্রদেশের পশ্চিমাংশ, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, কোঙ্কন উপকূল, গোয়া, রায়ালাসীমা, উপকূলীয় কর্নাটক এবং তামিলনাড়ুতেও মঙ্গলবার ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার সামান্য হলেও কমবে বৃষ্টিপাতের দাপট। আইএমডি জানিয়েছে, আসাম, মেঘালয় এবং কোঙ্কন ও গোয়াতে বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বুধবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, গুজরাট এলাকা, মহারাষ্ট্রের মধ্যভাগ এবং উপকূলীয় কর্নাটকের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি চলবে।

কোঙ্কন ও গোয়া এবং উপকূলীয় কর্নাটকে বৃহস্পতিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ছত্তিশগড়, ওড়িশা, অসম , মেঘালয়, গুজরাট অঞ্চল, কেন্দ্রীয় মহারাষ্ট্র, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, কর্ণাটকের অভ্যন্তরে ও কেরলের বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবারের পূর্বাভাস বলছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ওড়িশা, কোঙ্কন উপকূল, গোয়া ও উপকূলীয় কর্নাটকের বিভইন্ন এললাকায়। বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, গুজরাট অঞ্চল, কেন্দ্রীয় মহারাষ্ট্র, মারাথাওয়াড়া, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং কেরলে শুক্রবার বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

ভারতে সাধারণত চার মাস ধরে বর্ষা চলে। ১ জুন থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর অবধি ভারতের স্বাভাবিক বর্ষার সময় ধরা হয়। এই বছর, স্বাভাবিক তারিখের তিন দিন আগেই ২৯ মে, কেরালায় ঢুকেছিল বর্ষা।

English summary
Heavy to very heavy rainfall is expected in large parts of India, over the next few days till Friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X