
সাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত! উপকূল ও পাহাড়ের কিছু অংশে ভারী বর্ষণের পূর্বাভাস
দেশের বিস্তীর্ণ অংশে মৌসুমী বায়ুর (South West Monsoon) প্রবেশ হলেও কোথাও তা দুর্বল এবং কোথাও তা যথেষ্টই শক্তিশালী। কোথাও তা এতটাই শক্তিশালী যে বর্ষার শুরুতেই বন্যা। আবহাওয়া (weather) দফতরের তরফে এদিন জানানো হয়েছে, উত্তর-পূর্ব ভারতের (North East India) একটা বড় অংশে এবং পশ্চিম উপকূল (West Coast) ব্যাপক ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মৌসুমী বায়ুর অবস্থান
মৌসুমী বায়ু দক্ষিণ থেকে উত্তরের দিকে এগিয়ে চলেছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন উত্তরের দিকে মৌসুমী বায়ু অবস্থান করছে পোরবন্দর, বরোদা, শিবপুরী, রেওয়া, চুর্কে। দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ
এবং সংলগ্ন এলাকার ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

পশ্চিম উপকূলে ঘূর্ণাবর্ত
পশ্চিম উপকূলে একটি অক্ষরেখা রয়েছে। এছাড়াও মহারাষ্ট্র উপকূলের কাছে পূর্ব-মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও পশ্চিমা বায়ুও যাচ্ছে পশ্চিম উপকূলের দিকে। যে কারণে কর্নাটক, কোঙ্কন, গোয়া,
কেরল, মাহে, লাক্ষাদ্বীপের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা, তামিলনাড়ু, দুপুচেরী এবং কাড়াইকালে আগামী ৫ দিন ব্যাপক বৃষ্টি হতে পারে।
আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে কোঙ্কন, গোয়া, গুজরাত, উপকূল কর্নাটক, কেরল, মাহে। ২৩-২৬ জুনের মধ্যে মধ্য মহারাষ্ট্রের ঘাটগুলিতে, কর্নাটকে ২৫ জুন, উপকূল অন্ধ্রপ্রদেশে ২৩ ও ২৪ জুন ভারী বৃষ্টি হতে পারে।
কোঙ্কন ও গোয়ায় আগামী ৪ দিন অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে উত্তর-পশ্চিম ভারতে আগামী ৫ দিন সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

উত্তর-পূর্বে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
উত্তর-পূর্ব এবং সন্নিহিত এলাকায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে দক্ষিণ-পশ্চিম বায়ু প্রবেশ করছে। সেই কারণে আগামী ৫ দিন ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলি, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে।
বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং সিকিমে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় আগামী ৫ দিন ব্যাপক বৃষ্টি হতে পারে। ২৫ থেকে ২৭ জুনের মধ্যে হিমালয়
সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।

বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, বিদর্ভ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ২৪ ও ২৫ জুন বিদর্ভে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। বিহারে এই পরিস্থিতি তৈরি হতে পারে ২৪-২৭ জুন, ওড়িশায়
২৫ জুনের মধ্যে এবং ছত্তিশগড়ে ২৭ জুনের মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে।