For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল বর্ষণে বিপর্যস্ত বিহার-অসম, আগামী ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণের সতর্কতা জারি

প্রবল বর্ষণে বিপর্যস্ত বিহার-অসম, আগামী ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণের সতর্কতা জাির

Google Oneindia Bengali News

প্রবল বর্ষণে বিপর্যস্ত বিহার, অসম সহ উত্তর পূর্বের রাজ্যগুলি। অসমে সব নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যেই অসমে মৃত্যু হয়েছে ৬ জনের। বিহারে মারা গিযেছেন ৮ জন। আগামী ২৪ ঘণ্টা অতিভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিহার, অসম ছাড়াও, মেঘালয়, সিকিম এবং পশ্চিমবঙ্গে কিছু একাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে বলে জানানো হয়েছে।

প্রবল বর্ষণে বিপর্যস্ত বিহার-অসম, আগামী ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণের সতর্কতা জারি

এছাড়াও মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও বর্ষণ চলবে। মৎস্যজীবীদের মাঝ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। কারণ বর্ষণের পাশাপাশি চলবে ঝোড়ো হাওয়া। বিহারের পশ্চিম চম্পারণে গণ্ডক বাঁধের জলস্তর বাড়তে শুরু করেছে। আরও ২৪ ঘণ্টায় অতি ভারী বর্ষণ চললে জল ছাড়তে হবে বাঁধ থেকে। এতে একাধিক গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে বিহারের পাটনা, মোতিহারি, আরারিয়া, বেত্তিয়া, সুপল, সীতামারি, মধুবনী, ভাগলপুর, খাগারিয়া, পূর্ণিয়া, মাধোপুর জেলায়। প্রবল বর্ষণের কারণে পূর্ব চম্পারণ এবং মোতিহারি জেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সব স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

অসমের পরিস্থিতিও উদ্বেগজনক। ২১টি জেলার ৭০০ টি গ্রামের প্রায় ৪ লাক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা ধেমজি, লাখিমপুর, বিশ্বনাথ, সোনিতপুর, দারনিং, বকসা, বরাপেটা, নলবারি, চিরাং, বঙ্গাইগাঁও, কোঁকরাঝাড়, গোয়ালপাড়া, মৌরিগাঁও, হোজাই, নগাঁও,গোলাঘাটা, মাজুলি, জোরহাট, শিবসাগর, ডিব্রুগড়, তিনসুকিয়া জেলার।

এদিকে উত্তর প্রদেশে প্রবল বর্ষণে গত তিনদিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত উন্নাও, আম্বেদকরনগর, প্রয়াগরাজ, বারাবাঁকি, হরদৌই, খিরি, গোরখপুর, কানপুরনগর, পিলবিট, সোনভদ্র, চান্দোলি, ফিরোজাবাদ, মৌ এবং সুলতানপুর।

English summary
IMD predict Very heavy rainfall Bihar, Northeast,issued high alert for next 24 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X