For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেপ্টেম্বরে মুখ ফেরাবে বৃষ্টি, শুকনো কাটবে বর্ষার কয়েক সপ্তাহ, পূর্বাভাস IMD

সেপ্টেম্বরে মুখ ফেরাবে বৃষ্টি, শুকনো কাটবে বর্ষার কয়েক সপ্তাহ, পূর্বাভাস IMD

Google Oneindia Bengali News

অগাস্ট মাস জুড়ে দেশের বিভিন্ন প্রান্ত ভাসিয়েেছ বর্ষার বৃষ্টি। একাধিক জায়গায় বন্যা হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে। ধস নেমেছে। সেই বৃষ্টি ধাক্কা খেতে চলেছে সেপ্টেম্বরে। আইএমটডির পক্ষ থেকে জানানো হয়েছে সেপ্টেম্বরে বর্ষার বৃষ্টিতে ঘাটতি দেখা দিতে পারে। বিশেষ করে উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে বৃষ্টি কম হবে কয়েক সপ্তাহ। এমনই জানিয়েছে আইএমডি।

অগাস্টে ভাসিেয়ছে বর্ষা

অগাস্টে ভাসিেয়ছে বর্ষা

অগাস্ট মাসে গোটা দেশেই মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চার প্রান্তেই বর্ষার বৃষ্টি প্রবল হয়েছে। যার জেরে উত্তর পূর্বের রাজ্য গুিলতে বন্যা দেখা দিয়েছে। বন্যায় ভেসেছে অসম, বিহার, উত্তর প্রদেশ। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দেশের একাধিক রাজ্যে।

দক্ষিণেও প্রবল বর্ষণ

দক্ষিণেও প্রবল বর্ষণ

গত অগাস্ট মাস ধরে দক্ষিণ এবং পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও প্রবল বর্ষণ হয়েছে। বিশেষ করে মহারাষ্ট্র, কেরল এবং কর্নাটকে প্রবল বর্ষণ হয়েছে। যার জেরে একািধক জায়গায় ধস এবং বন্যা দেখা দিয়েছে। কিন্তু সেপ্টেম্বরে বর্ষা সেই চরিত্র অনেকটাই বদলে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 সেপ্টেম্বরে বর্ষার ঘাটতি

সেপ্টেম্বরে বর্ষার ঘাটতি

সেপ্টেম্বর জুড়ে গোটা দেশে বর্ষার ঘাটতি দেখা দেবে পূর্বাভাসে এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও সপ্তাহের শুরুতেই সেপ্টেম্বরের প্রথম তিন দিনে মোট ৭১.৫ শতাংশ বৃষ্টি হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। গঙ্গাসাগর থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা তার জেরে পূর্ব এবং মধ্য ভারতের কয়েকটি জায়গায় বর্ষণ হয়েছে।

 শনিবার থেকেই কমবে বৃষ্টি

শনিবার থেকেই কমবে বৃষ্টি

কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানাচ্ছে ৫ সেপ্টেম্বর থেকেই বৃষ্টি কমতে শুরু করবে বিভিন্ন রাজ্যে। কেটে যাচ্ছে বঙ্গোপসাগর থেকে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। ধীরে ধীরে উত্তরের দিকে সরতে শুরু করবে বর্ষা। যার জেরে মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড সহ উত্তরের রাজ্য গুলিতে একটু বৃষ্টি হবে।

English summary
IMD predict low monsoon rainfall in India for a week in september
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X