For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস! কোথাও রেড, কোথাও অরেঞ্জ অ্যালার্ট আবহাওয়া দফতরের

স্বাধীনতা দিবসে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস! কোথাও রেড, কোথাও অরেঞ্জ অ্যালার্ট আবহাওয়া দফতরের

  • |
Google Oneindia Bengali News

দেশের বিভিন্ন জায়গায় স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট থেকে ১৮ অগাস্টের মধ্যে ভারী (heavy) থেকে অতিভারী (Very Heavy) বৃষ্টি (Rain) হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। আগামী ২-৩ দিনের মধ্যে মধ্য ভারতে এবং দেশের উত্তর-পশ্চিমে বর্ষা সক্রিয় থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। উত্তর বঙ্গোসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অতিগভীর নিম্নচাপে পরিণত হয়ে তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ওড়িশায় রেড ও অরেঞ্জ অ্যালার্ট

ওড়িশায় রেড ও অরেঞ্জ অ্যালার্ট

এই নিম্নচাপের প্রভাবে ওড়িশার বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট এবং বেশ কয়েকটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। যেসব জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে, তার মধ্যে রয়েছে কটক, পুরী, ভদ্রক, ঢেনকানাল, জগৎসিনপুর, জাজপুর এব কেন্দ্রপাড়া।
এদিন সম্বলপুর, সুবর্ণপুর, আঙ্গুল বারগড়, বোলাঙ্গির, বৌধ, দেওগড়, ঝাড়সুগুদা, কালাহান্ডি এবং নুয়াপাড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ঝাড়খণ্ডের কোনও কোনও জায়গাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও উত্তর পশ্চিম ভারতে ভারী বৃষ্টির সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে এদিন হিমাচল প্রদেশের আটটি জেলা চাম্বা, কাংড়া, কুলু, মান্ডি, হামিরপুর, সিমলা, সোলান এবং সিরমাউরে ১৪ ও ১৫ অগাস্টের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে ভারী বৃষ্টির সতর্কতায় রাজস্থানের তিন জেলা জয়সলমের, দৌসা এবং আলওয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

১৪ ও ১৫ অগাস্ট পশ্চিম উত্তর প্রদেশে, হরিয়ানা এবং পঞ্জাবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব উত্তর প্রদেশে ১৪-১৭ অগাস্টের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরাখণ্ডে ১৪ ও ১৭ অগাস্ট এবং জম্মু ডিভিশনে ১৫ অগাস্ট ভারী বৃষ্টি হতে পারে।

 পশ্চিম ও মধ্য ভারতের জন্য আবহাওয়া দফতরের সতর্কতা

পশ্চিম ও মধ্য ভারতের জন্য আবহাওয়া দফতরের সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৪ ও ১৫ অগাস্ট পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, উপকূল অন্ধ্রপ্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ১৪-১৬ অগাস্টের মধ্যে কোঙ্কন, গোয়া, উত্তর-মধ্য মহারাষ্ট্র, পশ্চিম মধ্যপ্রদেশে ভারী বৃষ্টি হতে পারে। ১৬ ও ১৭ অগাস্ট গুজরাতে ভারী বৃষ্টি হতে পারে। এই সময়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা

আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ উত্তর-পূর্ব এবং সংলগ্ন উত্তর-পশ্চিম আরব সাগরে অবস্থান করছে। এছাড়াও সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। মৌসুমী অক্ষরেখাটি অবস্থান করছে পশ্চিমে গঙ্গানগর, রোহতক, হান্দা, সিধি, অম্বিকাপুর হয়ে পূর্ব উপকূলে গভীর নিম্নচাপ কেন্দ্রের মধ্যে দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দিঘার কাছে গভীর নিম্নচাপ! ২ জেলায় অতিভারী আর ৮ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরেদিঘার কাছে গভীর নিম্নচাপ! ২ জেলায় অতিভারী আর ৮ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

English summary
IMD issues red alert and orange alert for Odisha, Rajasthan and other parts of the country on Independence Day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X