For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী ৪৮ ঘন্টায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা, মায়ানগরীতে জারি সতর্কতা

দেশের পশ্চিম উপকূলে আগেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু (monsoon)। সেখানে প্রতিবাবের মতোই এবার জলের ভাসার পূর্বাভাস। আবহাওয়া দফতর (weather office) ও বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (bmc) সতর্কতা জারি করে বলেছে ১৩ ও ১৪

  • |
Google Oneindia Bengali News

দেশের পশ্চিম উপকূলে আগেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু (monsoon)। সেখানে প্রতিবাবের মতোই এবার জলের ভাসার পূর্বাভাস। আবহাওয়া দফতর (weather office) ও বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (bmc) সতর্কতা জারি করে বলেছে ১৩ ও ১৪ জুন নাগাদ শহরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যার জেরে বিস্তীর্ণ এলাকায় জলের তলায় চলে যেতে পারে। এব্যাপারে নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী এবং এনডিআরএফকে স্ট্যান্ডবাই থাকতে বলা হয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কতা

আবহাওয়া দফতরের সতর্কতা

শুক্রবার আবহাওয়া দফতর সর্কতা জারি করে বলেছে, মুম্বই এবং সংলগ্ন এলাকায় রবিবার নাগাদ অতিভারী বৃষ্টি হতে পারে। একইভাবে আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্রের উফকূলের দুই জেলা রত্নাগিরি এবং রায়গড় জেলার জন্য। শনিবার মুম্বই এবং সংলগ্ন থানেতে ভারী থেকে অতি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত সোমবারেই দেশের অর্থনৈতিক রাজধানীতে ভারী বৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ার কারণে ট্রাফি জ্যামও হয়েছিল।

২৪ ঘন্টায় বৃষ্টি ২০৪.৫ মিমির বেশি হলেই অতিভারী

২৪ ঘন্টায় বৃষ্টি ২০৪.৫ মিমির বেশি হলেই অতিভারী

সাধারণভাবে ২৪ ঘন্টায় বৃষ্টি ২০৪.৫ মিমির বেশি হলেই অতিভারী বলা হয়। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, মহারাষ্ট্রের বাকি অংশে মাঝারি মানের বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনের জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবারেও হাল্কা বৃষ্টি হয়েছে

বৃহস্পতি ও শুক্রবারেও হাল্কা বৃষ্টি হয়েছে

বৃহস্পতি এবং শুক্রবারেও মহারাষ্ট্রের রায়গড়ে হাল্কা বৃষ্টি হয়েছে। শ্রীবার্ধনে ২৪ ঘন্টায় ১০৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে জেলায় ২৪ ঘন্টায় ৩৪.১৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শুক্রবার সকাল পর্যন্ত। তবে জেলাপ্রশাসনের তরফ থেকে সাধারণ নাগরিকদের উদ্দেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

সতর্ক করা হয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে

সতর্ক করা হয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। তাদের তরফে নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী এবং এনডিআরএফকে স্ট্যান্ডবাই থাকতে বলা হয়েছে। পাশাপাশি পুর কর্তৃপক্ষের তরফে সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি বেস্ট ও আদানি ইলেকট্রিসিটি সাবস্টেশন এবং দমকলকেও সতর্ক করা হয়েছে।

রাজ্যের নয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসরাজ্যের নয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

English summary
IMD and BMC issues very heavy rain alert for Mumbai on Sunday and Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X