অবৈধভাবে ভারতে প্রবেশ, রাজধানী এক্সপ্রেস থেকে গ্রেফতার ১৪ জন বিদেশি
১৪ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হল আগরতলা–দিল্লি স্পেশাল রাজধানী এক্সপ্রেস থেকে। মনে করা হচ্ছে তারা রোহিঙ্গা সম্প্রদায়ের। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরপূর্ব রেলের মুখপাত্র এ খবরটি জানিয়েছেন।

তিনি জানান এক্ষেত্রে রেলের সুরক্ষা সহায়তা নম্বর ১৮২ কার্যকর ভূমিকা পালন করেছে এই গ্রেফতারিতে। ২৪ নভেম্বর আরপিএফের আলপুরদুয়ার সিকিউরিটি কন্ট্রোলে এক যাত্রীর ফোন আসে। ওই যাত্রী জানান যে কিছুজন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করছে। আরপিএফের আধিকারিক এই ঘটনা তৎক্ষণাত কাঠিহার ডিভিশনের নিউ জলপাইগুড়ি স্টেশনকে জানায়, ট্রেনটির এখানেই থামার কথা রয়েছে। স্টেশনে পৌঁছানো মাত্র ওই দলটিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তখনই তাদের টিকিটের তথ্য সামনে আসে, তারা সকলেই ভুয়ো নামে ট্রেনে সফর করছে।
মুখপাত্র জানান যে জেরার মুখে ওই দলটি জানায় যে তারা বাংলাদেশের কক্স বাজারের উদ্বাস্তু শিবির থেকে পালিয়ে এসে ভারতে প্রবেশ করে। বিদেশি আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
