For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোহত্যা বিতর্ক: আইআইটিতে 'বিফ-ফেস্ট', মালেগাঁওতে ধুন্ধুমার

দেশে গোহত্যা বন্ধ করতে এক নয়া নিয়ম লাগু করে কেন্দ্র। সেই নিয়মের সরাসরি বিরোধিতা করে কেরলের রাজ্য় সরকার। আর এবার সেই বিরোধিতাকে সমর্থন করে আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে আয়োজন করা হয় বিফ-ফেস্টিভ্যালের।

  • |
Google Oneindia Bengali News

দেশে গোহত্যা বন্ধ করতে এক নয়া নিয়ম লাগু করে কেন্দ্র। সেই নিয়মের সরাসরি বিরোধিতা করে কেরলের রাজ্য় সরকার। আর এবার সেই বিরোধিতাকে সমর্থন করে আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে আয়োজন করা হয় বিফ-ফেস্টিভ্যালের।

আইআইটি মাদ্রাস ক্যাম্পাসে রবিবার রাতে ৫০ জন পড়ুয়া একসঙ্গে এই বিফ-ফেস্টিভালের আয়োজন করে। আর সেই ছবি প্রকাশিতও হয়। মূলত দেশে গোহত্যা রুখতে কেন্দ্রের নয়া নিয়মেরর বিরোধিতাতেই এই বিফ-ফেস্টিভালের আয়োজন। এর আগে সেরাজ্যে সিপি(আই)এম ও কংগ্রেসের পক্ষ থেকেও একটি বিফ ফেস্টিভালের আয়োজন করা হয়। উল্লেখ্য কেন্দ্রের এই নতুন নিয়ম ঘিরে সারাদেশেই সমালোচনার ঝড় উঠেছে।

গোহত্যা বিতর্ক: আইআইটিতে 'বিফ-ফেস্ট', মালেগাঁওতে ধুন্ধুমার

এদিকে , কেরলে গোহত্যা বন্ধ নিয়ে সেরাজ্যে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এর আগে কেরলে জনসমক্ষে এক বাছুরকে নির্মমভাবে হত্যা করে এক কংগ্রেস সমর্থক। সেই কংগ্রেস কর্মীকে যদিও সোমবারই বরখাস্ত করে তার দল। তবে গোটা বিষয়টি তার পর থেকেই বেশ বেগ পেয়েছে।

কেরলের মুখ্য়মন্ত্রী পি ভিজয়ন স্পষ্ট করে জানিয়েছেন, যে খাদ্যাভাসের জন্য তিনি দিল্লি বা নাগপুর থেকে শিক্ষা নেবেন না। এদিকে, মহারাষ্ট্রের মালেগাঁওতে ২জনকে বেধড়ক মারধর করে গৌরক্ষকরা। মারধরের সময় গৌরক্ষকরা রণমূর্তী দারণ করে। সেই ছবি ভাইরালও হয় সোস্যাল মিডিয়ায়। মালেগাঁওয়ের ওয়াসিম জেলায় কয়েকজনের বাড়িতে গোমাংস রয়েছে, এই অভিযোগে ওই দুজনকে মারধর করা হয়। ঘটনায় সাত গৌরক্ষককে গ্রেফতার করে পুলিশ। গোহত্যা বিতর্কে উত্তাল তামিলনাড়ুও। সেখানে কেন্দ্রের এই নতুন নিয়মের বিরোধিতা করেছে ডিএমকে।

English summary
Around 50 students of the IIT Madras took part in a beef festival. The festival was held at the IIT Madras campus to protest against the ban on sale of cattle for slaughtering.in another incident ,a group of cow vigilantes, also known as gau rakshaks, brutally assaulted two youths on suspicion of possessing beef. The victims were selling meat in Malegaon tehsil of Maharashtra’s Washim district when the cow vigilantes thrashed them.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X