For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আল হাবিবির দেশে জমকালো আইফা ইভেন্ট, আজ দেখুন ডেইলিহান্টে

আল হাবিবির দেশে জমকালো আইফা ইভেন্ট, আজ দেখুন ডেইলিহান্টে

Google Oneindia Bengali News

দুবছরের করোনা কাল কাটিয়ে ফের স্বমহিমায় আইফা ইভেন্ট। প্রতি বছরেই এই তারকা খচিত অনুষ্ঠান হয় উৎসবের মেজাজেই। এই বছর ২২ তম আইফা অ্যাওয়ার্ডের আসর বসেছিল আবু ধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ এরিনায়। দুবাইতে প্রায় ১৬ বছর পর ফের অনুষ্ঠিত হয়েছে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। ভারতীয় সিনেমার তাবড় তারকাদের দেখা গিয়েছে এই অ্যাওয়ার্ড সেরিমনিতে।

আল হাবিবির দেশে জমকালো আইফা ইভেন্ট, আজ দেখুন ডেইলিহান্টে

কৃতী শ্যানন, বনি কাপুর, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, পঙ্কজ ত্রিপাঠি, শাহীদ কাপুর, অনন্যা পাণ্ডে, উর্বশী রাউতেলা, সারা আলি খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফতেহি, টাইগার শ্রফ, সহ বলিউডের মহাতারকারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। গত ৩ ও ৪ জুন দুবাইতে এই আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়। আর এবার এই জমকালো শোয়ের আনুষ্ঠানিক সম্প্রচার দেখতে অবশ্যই চোখ রাখুন আপনাদের প্রিয় ডেইলিহান্টে।

ডেইলিহান্ট জনপ্রিয় ছোট ভিডিও তৈরির অ্যাপ জোশ, আইফার সঙ্গে একত্রিত হয়ে রিয়্যাল হ্যায় চ্যালেঞ্জের প্রচারও করে।
আইফা অ্যাওয়ার্ডে অংশগ্রহণকারী বলিউডের মহাতারকারা মেতে উঠলেন নাচে, গানে, আনন্দে। ইংরাজি, তামিল, বাংলা ছড়াও নানা আঞ্চলিক ভাষাতেও উপলব্ধ এই ভিডিও।

এই বছর আইফার গ্র্যান্ড অকেশনে সেরার সেরা শিরোপা ছিনিয়ে নিলেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় তারকারা। ছবি 'লুডো'র জন্য সেরা পরিচালকের সম্মান পেলেন নির্দেশক অনুরাগ বসু। অপর দিকে সেরার সেরা অভিনেতার শিরোপা ছিনিয়ে নিয়েছেন 'সর্দার উধম' ভিকি কৌশল। এরই পাশাপাশি আইফা সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন 'পরম সুন্দরী' কৃতি শ্যানন। লুডো ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা সহ অভিনেতার পুরস্কার জিতে নিলেন পঙ্কজ ত্রিপাঠি। তবে এখানেই চমকের শেষ নয়, আইফা ২০২২ অনুষ্ঠানে থাকছে একের পঅর এক মহা ধামাকা। আর সেই সবকিছু দেখার জন্য সন্ধ্যে ৭টা থেকে গ্রিন কার্পেট এবং আইফা মূল পর্ব রাত্রি ৮টা থেকে চোখ রাখতে হবে ডেইলিহান্টে।

English summary
IIFA green carpet and award show event watch tonight on dailyhunt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X