For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন উপেক্ষা করেই দিল্লির শাস্ত্রী পার্কের বাজারে বিশাল ভিড় জনতার

  • |
Google Oneindia Bengali News

করোনা রুখতে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। যদিও একাধিক রাজ্য থেকে এরই মাঝে বারংবার মানুষের অসতর্কতার ছবি উঠে এসেছে। পাশাপাশি লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে দেখা দেখা কেন্দ্র, রাজ্য উভয়কেই। তত্ক্ষণাত ব্যবস্থা নিতে তৈরি হয়েছে আন্তঃরাষ্ট্রীয় দল।

সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই জমায়েত শাস্ত্রী পার্কে

সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই জমায়েত শাস্ত্রী পার্কে

এরমাঝেই এবার খোদ রাজধানী দিল্লির বুকে লকডাউন অমান্যের বড়সড় নজির দেখতে পাওয়া গেল। সূত্রের খবর, শুক্রবার উত্তর-পূর্ব দিল্লির শাস্ত্রী পার্কে এদিন বড়সড় জমায়েত দেখতে পাওয়া যায়। সামাজিক দূরত্ব মেনে চলা তো অনেক দূরের কথা অনেকেই এই সময় কোনও নিয়ম বিধির তোয়াক্কা না করে বাজারে অবাধে ঘোরাঘুরি করতে দেখা যায়।

উদাসীন ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় পুলিশকেও

উদাসীন ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় পুলিশকেও

পাশাপাশি এই ছবিতে বেশ কিছু পুলিশের কর্মকর্তাকেও ঘুরে বেড়াতে দেখা যায়। লকডাউন অমান্যকারীদের শায়েস্তা করা তো দূরের কথা সামান্য সচেতন করতে দেখা যায়নি তাদের। এদিকে বাণিজ্য নগরী মুম্বইয়ের পাশাপাশি প্রত্যহ একটু একটু করে ক্রমেই খারাপ হচ্ছে দিল্লির অবস্থা।

দিল্লিতে করোনায় মৃত ৫০

দিল্লিতে করোনায় মৃত ৫০

এদিকে বর্তমানে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজারের গন্ডি ছাড়িয়েছে। পাশাপাশি মৃতের সংখ্যাও ৭০০ পৌঁছেছে। পাশাপাশি সর্বশেষ তথ্য অনুসারে, দিল্লিতে এখন পর্যন্ত কমপক্ষে ২৩৭৬ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। মারা গেছেন ৫০ জন। মৃতদের মধ্যে ২৭ শতাংশের বয়স ষাটের বেশি। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৮০৮ জন করোনা আক্রান্ত।

English summary
Ignoring the lockdown, shopping is going on in Delhi Shastri Park Bazaar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X