For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শান্তি চাইলে আমাদের, হিংসা চাইলে ওদের ভোট দিন

শান্তি চাইলে আমাদের, হিংসা চাইলে ওদের ভোট দিন

  • |
Google Oneindia Bengali News

শান্তি উন্নয়ন চাইলেন আমাদের ভেট দিন, হিলসা চাইলে বিজেপি, কর্ণাটকের মাটি থেকে ঠিক এভাবেই বিজেপিকে আক্রমণ শানালেন অরবিন্দ কেজরিওয়াল৷ আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার কর্ণাটকের বেঙ্গালুরুতে ন্যাশনাল কলেজ গ্রাউন্ডে কৃষক, মহিলা এবং যুবকদের একটি কনভেনশনে ভাষণ দিচ্ছিলেন৷ এখানেই রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, 'আপনি যদি হিংসাবাজ ও গুন্ডাদের চান, তাদের ভোট দিন এবং যদি আপনি স্কুল ও হাসপাতাল চান তবে আমাকে ভোট দিন।' এদিন কেজরিওয়াল দেশের সমস্ত কৃষকদেরকে আপ-এ যোগ দেওয়ার আহ্বানও জানান৷ কারণ হিসেবে তিনি বলেছিলেন যে কৃষকরা সুখী না হওয়া পর্যন্ত দেশ সুখী হতে পারে না।

বিজেপিকে কড়া আক্রমণ কেজরিওয়ালের!

বিজেপিকে কড়া আক্রমণ কেজরিওয়ালের!

বৃহস্পতিবার কর্ণাটকে বিজেপিকে আরও কটাক্ষ করে তিনি বলেন যে দলটি দেশে সাম্প্রদায়িক হিংসার পরিবেশ সৃষ্টি করছে৷ লখিমপুর খেরির ঘটনার প্রসঙ্গ টেনে বলেন তিনি আরও বলেন, খুনিদের পুরষ্কার দিলে দেশের উন্নতি হবে কী করে? দিল্লি মডেল নিয়ে গর্ব করে কেজরিওয়াল বলেন, এই বছর বেসরকারি স্কুল থেকে সরকারি স্কুলে ৪ লাখ শিক্ষার্থী এসেছে। দিল্লিতে ২ কোটি মানুষের চিকিৎসা বিনামূল্যে হয়। আগে ৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকত দিল্লি, এখন মানুষ বিনামূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পায়। ২০২৩ এর জন্য কর্ণাটকের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেইনএদিন বেঙ্গালুরুতে বক্তব্য রাখছিলেন কেজরিওয়াল৷

কর্ণাটকেও সরকার গড়ার দাবি আপ প্রধানের!

কর্ণাটকেও সরকার গড়ার দাবি আপ প্রধানের!

বেঙ্গালুরুতে ছাত্রযুবদের উদ্দেশ্য করে তিনি বলেন, যে আপ দিল্লিতে, তারপরে পাঞ্জাবে সরকার গঠন করেছে এবং এখন কর্ণাটকেও মানুষের স্বার্থে কাজ করার সময় এসেছে৷ প্রধানমন্ত্রী সিবিআই দিয়ে আমার বাসভবনে অভিযান চালান, সিবিআই আধিকারিকরা আমার বেডরুমে প্রবেশ করেছিলেন কিন্তু তারা কিছুই খুঁজে পাননি। অবশেষে, প্রধানমন্ত্রী আমাকে 'ইমান্দার' (সৎ) মুখ্যমন্ত্রীর শংসাপত্র দিয়েছেন। আমাদের আম আদমী পার্টির সরকার সৎ সরকার৷ আমরা দিল্লির পর পাঞ্জাবে সরকার গড়েছি এবার আমরা কর্ণাটকে সরকার গঠন করব৷'

দিল্লি মডেল নিয়ে আর যা বললেন অরবিন্দ

দিল্লি মডেল নিয়ে আর যা বললেন অরবিন্দ

অরবিন্দ এদিন আরও যোগ করেন, 'দিল্লির মডেল স্কুল এবং হাসপাতালের মডেল এমন যে এটি এর আগের ৭৫ বছরেও তৈরি হয়নি৷ একটি সমীক্ষায় দাবি করা হয়েছে চার লক্ষ শিশু বেসরকারি স্কুল থেকে ভর্তি কমিয়ে সরকারি স্কুলে ভর্তি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, জল, এবং মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করেছি আমরা৷'

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় তৈরি হচ্ছে জাতীয় ডেটাবেস! NIA এখন আন্তর্জাতিক সংস্থা, বললেন অমিত শাহদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় তৈরি হচ্ছে জাতীয় ডেটাবেস! NIA এখন আন্তর্জাতিক সংস্থা, বললেন অমিত শাহ

English summary
If you want peace, vote for us if you want violence vote for them says Kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X