For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনি কি ভূগর্ভস্থ জল ব্যবহারকারী? ৩০ জুন অনুমতি নেওয়ার শেষ তারিখ

যদি কেউ ভূগর্ভস্থ জল (goundwater) ব্যবহারকারী (User) হন, কিংবা নতুন করে আবেদন করতে চান, তাহলে ৩০ জুন বৃহস্পতিবারের মধ্যে ভূগর্ভস্থ জল তোলার জন্য সর্বশেষ অনুমতি (permission) নিতে হবে। জল শক্তিমন্ত্রকের তরফে সাধারণ

  • |
Google Oneindia Bengali News

যদি কেউ ভূগর্ভস্থ জল (goundwater) ব্যবহারকারী (User) হন, কিংবা নতুন করে আবেদন করতে চান, তাহলে ৩০ জুন বৃহস্পতিবারের মধ্যে ভূগর্ভস্থ জল তোলার জন্য সর্বশেষ অনুমতি (permission) নিতে হবে।

আপনি কি ভূগর্ভস্থ জল ব্যবহারকারী? ৩০ জুন অনুমতি নেওয়ার শেষ তারিখ

জল শক্তিমন্ত্রকের তরফে সাধারণ মানুষের উদ্দেশে দেওয়া বিজ্ঞপ্তিতে আবাসিক অ্যাপার্টমেন্ট, হাউজিং সোসাইটি, শহরের জল সরবরাহ সংস্থা, জল সরবরাহকারী, শিল্প, পরিকাঠামো, খনি প্রকল্প, সাঁতারের জন্য এবং পানীয় ও ঘরের কাজে যাঁরা
ভূগর্ভস্থ জল ব্যবহার করেন, তাঁদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বলা হয়েছে, ৩০ জুনের মধ্যে ভূগর্ভস্থ জল তোলার জন্য অনুমতি নিতে হবে।

মন্ত্রকের তরফে বলা হয়েছে যেসব বর্তমান ব্যবহারকারীদের ২০২২-এর ৩০ জুনের মধ্যে ভূগর্ভস্থ জল উত্তোলন এবং নিবন্ধন করার জন্য একবার সুযোগ দেওয়া হচ্ছে। ২০২২-এর ৩০ সেপ্টেম্বরের আগে সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার জন্য তাঁদের
১০ হাজার টাকা দিয়ে নাম নথিভুক্ত করাতে হবে।

মন্ত্রকের তরফে ভূগর্ভস্থ জল ব্যবহারকারীদের বলা হয়েছে, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটিতেও নাম নথিভুক্ত করার জন্য। বলা হয়েছে, যাঁরা সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটির কাছ এনওসি না নিয়ে ভূগর্ভস্থ জল তোলার কাজ চালিয়ে যাবেন, তাঁদের বিরুদ্ধে কড়া
ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে ভূগর্ভস্থ জল তোলা অবৈধ বলে বিবেচিত হবে।
এব্যাপারে বিস্তারিত জানতে ক্লিক করুন, https://cgwa-noc.gov.in/LandingPage/index.htm

মহারাষ্ট্রে রাজনৈতিক সংকটের মধ্যেই হিন্দু কার্ড উদ্ধবের, ২ শহরের নাম পরিবর্তনমহারাষ্ট্রে রাজনৈতিক সংকটের মধ্যেই হিন্দু কার্ড উদ্ধবের, ২ শহরের নাম পরিবর্তন

English summary
If you are a ground water user, then 30 June is the last date for permission for withdrawal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X