For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যবাসী হারাবে সংস্কৃতি-পরিচিতি! ভোটপ্রচারে মোদীর বিরুদ্ধে চড়া সুর রাহুলের

বিজেপিকে নির্বাচিত করল মিজোদের সংস্কৃতি ও পরিচিতিকেই তারা হত্যা করবে। এই কাজে সাহায্য করবে আরএসএস। ভোটপ্রচারে গিয়ে এমনটাই দাবি করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

বিজেপিকে নির্বাচিত করল মিজোদের সংস্কৃতি ও পরিচিতিকেই তারা হত্যা করবে। এই কাজে সাহায্য করবে আরএসএস। ভোটপ্রচারে গিয়ে এমনটাই দাবি করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মিজোরামে ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

উত্তর-পূর্বের একমাত্রা কংগ্রেস শাসিত রাজ্য

উত্তর-পূর্বের একমাত্রা কংগ্রেস শাসিত রাজ্য

বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে থাকা সরু ফালির মতো রাজ্য মিজোরাম। সেখানেই দুটি নির্বাচনী সমাবেশে অংশ নেন রাহুল গান্ধী। উত্তর-পূর্বে এটাই একমাত্র কংগ্রেস শাসিত রাজ্য। বর্তমানে বিধানসভায় ৪০ টি আসনের মধ্যে কংগ্রেসের আসন সংখ্যা ৩৪।

স্পিকার যোগ দিয়েছেন বিজেপিতে

স্পিকার যোগ দিয়েছেন বিজেপিতে

যদিও এরই মধ্যে বিধানসভার স্পিকার যোগ দিয়েছেন বিজেপিতে। ২০০৮ থেকে রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। তবে গত ৫ বছরে উত্তর-পূর্বে ক্ষয়িষ্ণু হয়েছে কংগ্রেস।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দুটো সমাবেশেই রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে আপোস করার অভিযোগ এনেছেন। একইসঙ্গে রাহুলের অভিযোগ, শিল্পপতি অনিল আম্বানীকে রাফালে যুদ্ধ বিমান চুক্তির মাধ্যমে ৩০ হাজার কোটি টাকা পাইয়ে দিয়েছেন।

বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে অভিযোগ

বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে অভিযোগ

প্রথমে আইজন এবং পরে চম্পাইয়ের সভা থেকে রাহুল গান্ধী বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে তাদের মতাদর্শ মিজোরামের মানুষদের ওপর চাপিয়ে দেওয়ার অভিযোাগ আনেন। মিজোরামের মানুষেরা মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী।
রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপি ও আরএসএস মনে করে সারা ভারতে একটাই মতাদর্শ চালু থাকবে। বাকি সব মতাদর্শ ধ্বংস করে দেওয়ার পক্ষে তারা। অভিযোগ রাহুলের।

১৯৮৭-তে বাবার সঙ্গী

১৯৮৭-তে বাবার সঙ্গী

মিজোরামের সঙ্গে তাঁর আত্মিক যোগ রয়েছে বলেও উল্লেখ করেন রাহুল। ১৯৮৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নিজের বাবা রাজীব গান্ধীর সঙ্গে তিনি মিজোরামে গিয়েছিলেন বলে জানিয়েছেন রাহুল। সেই সময় মিজো চুক্তি সাক্ষরিত হয়েছিল।

( প্রতীকী ছবি সৌজন্য: পিটিআই)

English summary
If voted to power, BJP will kill Mizo identity, says Rahul Gandhi in his vote campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X