For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইচ্ছা থাকলেই উপায়.....! প্রমাণ করলেন কাগজ কুড়ানির সন্তান

ইচ্ছা থাকলেই উপায় হয়। যা ফের প্রমাণ করলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের কৃতি ছাত্র আশারাম চৌধুরী। বাবার পেশা কাগজ কুড়ানো। এহেন আশারাম অল ইন্ডিয়া ইনস্টিটিউ ফর মেডিক্যাল সায়েন্সেস যোধপুরে এমবিবিএস-এ

  • |
Google Oneindia Bengali News

ইচ্ছা থাকলেই উপায় হয়। যা ফের প্রমাণ করলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের কৃতি ছাত্র আশারাম চৌধুরী। বাবার পেশা কাগজ কুড়ানো। এহেন আশারাম অল ইন্ডিয়া ইনস্টিটিউ ফর মেডিক্যাল সায়েন্সেস যোধপুরে এমবিবিএস-এ সুযোগ পেয়েছে।

 ইচ্ছা থাকলেই উপায়.....! প্রমাণ করলেন কাগজ কুড়ানির সন্তান

ফল প্রকাশের তালিকায় নিজের নাম দেখার পর আশারাম জানিয়েছে, এই ফলের জন্য নিজের বাবা-মা ছাড়াও এবং নবোদয় বিদ্যালয় ছাড়াও আর্থিক সাহায্যের জন্য দক্ষিণা ফাউন্ডেশনকে সে ধন্যবাদ জানিয়েছে। সে জানিয়েছে, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকেই গ্রামের এক চিকিৎসক এই পেশা বেছে নিতে তাঁকে সাহায্য করেছেন।

আশারামের বাবা জানিয়েছেন, দ্বাদশ শ্রেণি পাস করার পর এআইআইএমএস যোধপুরে ছেলে সুযোগ পেয়েছে। পড়াশোনা করানোর মতো প্রয়োজনীয় টাকা না থাকায় সবসময়ই অপরের সাহায্যের ওপর নির্ভর করতে হয়েছে। অতিরিক্ত জেলাশাসক-সহ অন্য অনেকেই তাঁদের আর্থিক সাহায্য করেছেন বলে জানিয়েছেন তিনি।

এক প্রতিবেশী আশারামের অধ্যাবশায়ের প্রশংসা করেছেন। বলেছেন, আলো ছাড়াই পড়াশোনা করেছে আশারাম। একইসঙ্গে অনেক কঠিন কাজ করতে হয়েছে তাঁকে। আশারামকে নিয়ে তাঁরা গর্বিত বলেও জানিয়েছেন ওই প্রতিবেশী।

English summary
If there is a will, there is a way, proved rag picker's son by geeting MBBS admission in AIIMS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X