For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তালিবানরা ভারতের দিকে এগোতে চাইলে আবার 'এয়ার স্ট্রাইক' করা হবে বললেন যোগী

তালিবানরা ভারতের দিকে এগোতে চাইলে আবার 'এয়ার স্ট্রাইক' করা হবে বললেন যোগী

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান এবং আফগানিস্তান ইতিমধ্যেই তালিবান জ্বালায় জ্বলছে। তবে জঙ্গিগোষ্ঠীটি যদি ভারতের দিকে চোখ তুলে তাকায়। সেক্ষেত্রে ফল ভাল হবে না, এয়ারস্ট্রাইক করবে ভারত। এবার ঠিক এভাবেই কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

কী বললেন যোগী?

কী বললেন যোগী?

রবিবার শ্রমিক প্রতিনিধি সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, 'আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ শক্তিশালী হয়েছে। কোনও দেশের ক্ষমতা নেই ভারতের দিকে চোখ তুলে তাকাবার। তালিবানের জন্য এখন পাকিস্তান এবং আফগানিস্তান সমস্যায় রয়েছে। কিন্তু তালিবানরা জানে, ওরা যদি ভারতের দিকে মুখ তুলে তাকায়, ভারত এয়ারস্ট্রাইক করতে তৈরি রয়েছে।'

রাজনৈতিক বিরোধীদেরও একহাত নিলেন যোগী!

রাজনৈতিক বিরোধীদেরও একহাত নিলেন যোগী!

তবে শুধুই তালিবানকে আক্রমণ নয়, এদিন রাজনৈতিক বিরোধীদেরও একহাত নেন যোগী। নাম না নিয়ে এসবিএসপি প্রধান ওম প্রকাশ রাজভড়ের উদ্দেশে তিনি বলেন, 'ওঁর ভাবনাচিন্তা শুধু নিজের পরিবার নিয়ে। বাবা মন্ত্রী হতে চাইতেন। এক সন্তান সাংসদ হতে চান, আরেকজন বিধায়ক। এই ধরনের মানুষকে সমর্থন না করাই ভাল।' তিনি আরও বলেন, 'আমার মন্ত্রিসভায় রাজভড় সম্প্রদায়ের দুই মন্ত্রী ছিলেন। সেখানে মন্ত্রী অনিল রাজভড় চেয়েছিলেন মহারাজা সুহেলদেবের একটি মূর্তি গড়া হোক। আরেকজন আবার সেই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। আজ বাহরাইচে সুহেলদেবের নামে বিরাট স্মৃতিসৌধ বানানো হয়েছে। বিজেপি সরকার সুহেলদেবের নামেই নামকরণ করেছে বাহরাইচের মেডিকেল কলেজটিকে। বিরোধী দলেরা কী করেছে সেখানে?'

মমতা কংগ্রেসকে এড়িয়ে কি সঙ্গী পাবে জাতীয় রাজনীতিতে, তৃণমূল-'মিত্র'রাই তুলছেন প্রশ্নমমতা কংগ্রেসকে এড়িয়ে কি সঙ্গী পাবে জাতীয় রাজনীতিতে, তৃণমূল-'মিত্র'রাই তুলছেন প্রশ্ন

মহম্মদ ঘোরীর ভক্তরা সুহেলদেবের স্মৃতিসৌদ্ধ চায় না!

মহম্মদ ঘোরীর ভক্তরা সুহেলদেবের স্মৃতিসৌদ্ধ চায় না!

যোগী বলেন, 'মহম্মদ ঘোরি এবং গাজির ভক্তরা ভেবেছিল যদি সুহেলদেবের স্মৃতিসৌধ বানানো হয়। তাহলে মানুষ সেই আক্রমণকারীদের গুণগান করবে না। তাই তারা ঘুরিয়ে এই স্মৃতিসৌধের বিরোধিতা করছিল।'

যোগীর হিন্দুত্ব-জাতীয়তাবাদী তাস!

যোগীর হিন্দুত্ব-জাতীয়তাবাদী তাস!

এমনিতেই সারাদেশের মানুষের কাছে নিজেকে কট্টর হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী হিসেবে তুলে ধরে এসেছেন যোগী আদিত্যনাথ৷ উত্তরপ্রদেশের বাইরেও বড় অংশের হিন্দুদের পছন্দের মানুষ তিনি৷ প্রসঙ্গত উত্তরপ্রদেশ নির্বাচন যত এগিয়ে আসছে ততই আরও বেশি করে জাতীয়তাবাদী হিন্দুত্বকে আকড়ে ধরছেন যোগী৷ উত্তরপ্রদেশ উন্নয়ন মডেলের পাশাপাশি এটাও একটা বড় অস্ত্র হিসাবেই ব্যবহার করতে চাইছে যোগী সরকার।

তালিবান মৌলবাদ নিয়ে চিন্তিত দেশের মানুষ!

তালিবান মৌলবাদ নিয়ে চিন্তিত দেশের মানুষ!

তালিবান মৌলবাদী আগ্রাসন ইস্যু নিয়ে সারাদেশের মতো উত্তরপ্রদেশের বড় অংশের অমুসলিম জনগণ রীতিমতো চিন্তিত। ভারতের প্রায় প্রতিবেশী দেশটিতে অমুসলিম এবং মুসলিম নারীদের সঙ্গে ইসলামি সন্ত্রাসবাদীদের আচরণ আতঙ্ক তৈরি করেছে অনেকের মনেই৷ এই শ্রেণির মানুষদের নিরাপত্তার আশ্বাস দিয়েই যোগী আদিত্যনাথের এই বক্তব্য সামনে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Speaking at the Labor Representatives Conference on Sunday, Uttar Pradesh Chief Minister Yogi Adityanath said, Today, the country has become stronger under the leadership of Prime Minister Narendra Modi. No country has the power to look up to India. Pakistan and Afghanistan are now in trouble for the Taliban. But the Taliban know that if they look up to India, India is ready to Air Strike.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X