For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দক্ষিণ ভারতকে আলাদা দেশ করা হবে', টিডিপি এনডিএ ছাড়তেই পুরনো মন্তব্য নিয়ে নতুন করে শোরগোল

টিডিপি সাংসদ এম মুরলীমোহনের পুরনো মন্তব্য নতুন করে শোরগোল তৈরি করল। গত ফেব্রুয়ারিতে তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, বারবার অবহেলিত হলে দক্ষিণ ভারতের রাজ্যগুলি মিলে আলাদা দেশ তৈরি করবে।

  • |
Google Oneindia Bengali News

টিডিপি সাংসদ এম মুরলীমোহনের পুরনো মন্তব্য নতুন করে শোরগোল তৈরি করল। গত ফেব্রুয়ারিতে তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, বারবার অবহেলিত হলে দক্ষিণ ভারতের রাজ্যগুলি মিলে আলাদা দেশ তৈরি করবে।

দক্ষিণ ভারত আলাদা দেশ হবে, টিডিপি নেতার মন্তব্যে শোরগোল

সেই সময়ও টিডিপি এনডিএ-র সঙ্গ ছাড়েনি। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন টিডিপি নেতারা। অবশেষে বৃহস্পতিবার পাকাপাকিভাবে এনডিএ ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন চন্দ্রবাবু নাইড়ু।

তারপরই মুরলীমোহনের পুরনো মন্তব্য নতুন করে প্রাসঙ্গিকতা পেয়েছে। ফেব্রুয়ারিতে এক সাংবাদিক সম্মেলনে মুরলীমোহন বলেন, দক্ষিণ ভারতকে অবহেলা করা হচ্ছে। দক্ষিণের পাঁচ রাজ্যকে বাধ্য করবেন না আলাদা দেশ তৈরি করতে।

দক্ষিণের পাঁচ রাজ্যকে বাধ্য করবেন না আলাদা দেশ তৈরি করতে

অন্ধ্রপ্রদেশের রাজামুন্ড্রিতে গত ১২ ফেব্রুয়ারি ভিডিওতে তোলা হয়। সেইসময়ে ভিডিও ভাইরাল না হলেও টিডিপি-র দুই মন্ত্রী কেন্দ্রের মন্ত্রিত্বের পদ ছেড়ে বেরতেই ভিডিও ঘিরে শোরগোল শুরু হয়। আর টিডিপি এনডিএ ছাড়তেই মুরলীমোহনের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

টিডিপি মন্ত্রীর অভিযোগ, দক্ষিণ ভারত সবচেয়ে বেশি আয়কর দেয়। তাহলে কেন্দ্র কেন সবসময় সৎ মায়ের মতো আচরণ করবে? যদি কেন্দ্রের মানসিকতার বদল না হয় তাহলে সমস্ত দক্ষিণ ভারতীয় রাজ্যগুলি এক হয়ে আলাদা দেশ গড়ার কাজে হাত লাগাবে।

প্রসঙ্গত, এটা নতুন কিছু নয়। দক্ষিণ ভারতীয় রাজনীতির একটা অংশ এই ভাবনা মনে মনে পোষণ করে। রক্ষণশীল দক্ষিণ ভারত বরাবরই দেশের অন্য অংশের জনজীবনের সঙ্গে নিজেদের মেলাতে পারে না। নানা সময়ে বিভিন্ন নেতা ও বিশিষ্টদের মন্তব্যে দক্ষিণ ভারতকে সারা ভারতের থেকে আলাদা করে দেখার মানসিকতা বারবার ফুটে উঠেছে।

English summary
A video of TDP MP M Muralimohan triggered off a row, after the actor-politician was seen saying that the day would soon come, when south India would declare itself as a separate country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X