For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়োজনে মুকেশ আম্বানিও ভারত 'চালাতে' পারেন, বিস্তারিত জানুন

প্রয়োজন পড়লে মুকেশ আম্বানি ২০ দিন দেশ চালানোর খরচ দিতে পারেন। ব্লুমবার্গ রবিন হুড ইন্ডেক্সের দেওয়া তথ্যে এমনটাই প্রকাশ পয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রয়োজন পড়লে মুকেশ আম্বানি ২০ দিন দেশ চালানোর খরচ দিতে পারেন। ব্লুমবার্গ রবিন হুড ইন্ডেক্সের দেওয়া তথ্যে এমনটাই প্রকাশ পয়েছে।

প্রয়োজনে মুকেশ আম্বানিও ভারত 'চালাতে' পারেন, বিস্তারিত জেনে নিন

ব্লুমবার্গ রবিন হুড ইন্ডেক্স সারা বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তিদের ৪৯ জনের একটি তালিকা প্রকাশ করেছে। ২০১৭-র ডিসেম্বরের নিরিখে এই তালিকা তৈরি করা হয়েছে। ৪৯ জনের মধ্যে ৪ জন মহিলা। তাঁরা হলেন অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া, চিলি, নেদারল্যান্ডসের ।

ব্লুমবার্গ রবিন হুড ইন্ডেক্স প্রত্যেকটি দেশের খরচের নিরিখে সেই দেশের ধনী ব্যক্তির সম্পত্তির হিসেব দাখিল করেছে। এক্ষেত্রে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ৪০.৩ বিলিয়ন ডলার। যা ভারতের ২০ দিনের খরচের সমান।

সাইপ্রাসের ধনীতম ব্যক্তি জন ফেড্রিকসেন তাঁর দেশের সরকারকে ৪৪১ দিন চালিয়ে দিতে পারেন। সে দেশের জন সংখ্যাও কম, ফলে সেদেশের প্রতিদিনের খরচও কম।

প্রয়োজনে মুকেশ আম্বানিও ভারত 'চালাতে' পারেন, বিস্তারিত জেনে নিন

তুলনামূলক ভাবে খরচ সাপেক্ষ সরকার চলে জাপান, পোলান্ড, আমেরিকা ও চিনে। চিনের ধনীতম ব্যক্তি জ্যাক মা। যাঁর সম্পত্তির পরিমাণ ৪৭.৮ বিলিয়ন ডলার। বিশ্বের ধনীদের তালিকায় ১৬ তম স্থানে রয়েছেন তিনি। তাঁর টাকায় চিনের খরচ চালানো যাবে ৪ দিন।

আমেরিকার জেফ বেজোসের সম্পত্তির পরিমাণ ৯৯ বিনিয়ন ডলার। ব্লুমবার্গ রবিন হুড ইন্ডেক্স অনুযায়ী সরকার চালানোর জন্য আমেরিকার সরকারকে ৫ দিন সাহায্য করতে পারবেন তিনি। ব্রিটেন ও জার্মানির ধনীতম ব্যক্তিরাও তাদের সরকারকে ৫ দিন সাহায্য করতে পারবেন।

English summary
If needed Mukesh Ambani can help Indian government for 20 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X