For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামায়ণের চরিত্রে মোদী-শাহকে বর্ণনা! বিশ্বের কোনও শক্তিই আটকাতে পারবে না সিএএ, বললেন শিবরাজ

কোনও শক্তিই দেশে সিএএ-র প্রয়োগ আটকাতে পারবে না। এমনটাই মন্তব্য করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

  • |
Google Oneindia Bengali News

কোনও শক্তিই দেশে সিএএ-র প্রয়োগ আটকাতে পারবে না। এমনটাই মন্তব্য করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। একইসঙ্গে তিনি বলেন, যদি নরেন্দ্র মোদী ভগবান রাম হন, তাহলে অমিত শাহ হলেন ভগবান হনুমান। তাঁরা কোনও হুমকির ভয় করেন না বলেও মন্তব্য করেছেন শিবরাজ।

দিল্লিতে ভোট প্রচারে শিবরাজ সিং চৌহান

দিল্লিতে ভোট প্রচারে শিবরাজ সিং চৌহান

দিল্লি বিধানসভার ভোটপ্রচারে অংশ নিয়েছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মাটিয়ালা কেন্দ্রে দলের প্রচার সভায় ভাষণ দিচ্ছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, বিশ্বের কোনও শক্তিই সিএএ-র প্রয়োগ আটকাতে পারবে না।

মোদী ভগবান রাম, অমিত শাহ হনুমান

মোদী ভগবান রাম, অমিত শাহ হনুমান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও হুমকির ভয় করেন না বলেও মন্তব্য করেন তিনি। বলেন তিনি হলেন সিংহ। এরপরেই শিবরাজ বলেন, যদি মোদী ভগবান রাম হন, তাহলে অমিত শাহ ভগবান হনুমান।

শারজিলের মতোই জেল হবে

শারজিলের মতোই জেল হবে

প্রচারে তিনি বলন শারজিল ইমামকে গ্রেফতার করা হয়েছে। এবার থেকে তার মতো কেউ মন্তব্য করলেই জেল হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

'ভোটের লোভেই সিএএ নিয়ে গুজব'

'ভোটের লোভেই সিএএ নিয়ে গুজব'

শিবরাজ সিং চৌহান বলেন, সনিয়া গান্ধী আর রাহুল গান্ধীর বলা উচিত, তাঁরা কি সংশোধিত নাগরিকত্ব আইন পড়েছেন? সেখানে কোথায় লেখা রয়েছে, ভারতীয় মুসলিমদের দেশ থেকে বের করে দেওয়া হবে। ভোটের লোভেই গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যারা দেশকে ভাঙতে চায়, তাদেরই কংগ্রেস সাহায্য করছে বলে অভিযোগ করেছেন তিনি।

English summary
If Narendra Modi is Lord Ram, Amit Shah is Lord Hanuman, Says Shivraj Singh Chouhan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X